
ময়মনসিংহঃ ময়মনসিংহে মেহগনি গাছের বাগানে পড়ে থাকা সাদ্দাম হোসেন (২৭) নামে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি সুনামগঞ্জ জেলা পুলিশ লাইনে কর্মরত ছিলেন।
সাদ্দাম হোসেন ময়মনসিংহ জেলার সদর উপজেলার বাঘেরকান্দা গ্রামের বীর মুক্তিযোদ্ধা রেজাউল কবিম উরফে আবুলের ছেলে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এ তথ্য নিশ্চিত করেন।
ওসি জানান, বিকাল ৩ টায় নিজকল্পা এলাকার একটি মেহগনি গাছের বাগানে শুকনো পাতা সংগ্রহ করতে যায় সাহানা বেগম নামে এক নারী। এসময় ওই নারী পুলিশ সদস্য সাদ্দামের মরদেহ দেখে স্থানীয়দের জানায়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পরিবারের বরাত দিয়ে ওসি শাহ কামাল আকন্দ জানান, গতকাল শুক্রবার রাত ১০ টার দিকে সাদ্দাম রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিলো। তবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। সাদ্দাম হোসেন মাদকাসক্ত ছিল বলে জানতে পেরেছি।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানান ওসি।
এসএস