1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

ধামইরহাটে মোবাইলের দোকান চুরি

মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১০, ২০২১, ০৬:৩৭ পিএম ধামইরহাটে মোবাইলের দোকান চুরি
ছবি: আগামী নিউজ

নওগাঁ: জেলার ধামইরহাটে এক মোবাইল ফোনের দোকান চুরি সংঘটিত হয়েছে। চোরের দল সাঁটার ভেঙ্গে দোকান ঘরে প্রবেশ করে নগদ প্রায় ২ লাখ টাকা এবং কয়েকটি মোবাইল সেট চুরি করে নিয়ে যায়। ওই এলাকায় দোকান পাহারায় জন্য নৈশ প্রহরী থাকা সত্বেও এমন চুরির ঘটনার ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

জানা গেছে, শুক্রবার (১০ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে থানা ভবন থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের চকময়রাম বটতলী মোড়ের মানিক টেলিকম দোকানের এ চুরি সংঘটিত হয়। চোরেরা সাটার ভেঙ্গে দোকানের ভিতর প্রবেশ করে। দোকানের সিসি ক্যামেরায় দেখা যায় একজন হালকা পাতলা পাঞ্জাবী এবং মুখে মাস্ক পরিহিত লোক দোকানে প্রবেশ করে ক্যাশ বাক্সের ডয়ার ভেঙ্গে নগদ টাকা ও মূল্যবান মোবাইল সেট চুরি করে নিয়ে যায়।

মানিক টেলিকমের স্বত্বাধিকারী মো. রহমত আলী মানিক বলেন,তার ক্যাশ বাক্সের তালা ভেঙ্গে দোকানে রক্ষিত নগদ দুই লক্ষ টাকা এবং দুটি ট্যাব,একটি স্মার্ট ফোন এবং বেশ কয়েকটি বাটন মোবাইল ফোন চুরি করে। ট্যাব ও স্মার্টফোনে বিকাল,নগদ ও রকেট সীম ছিল।

তিনটি সীমে প্রায় ৪৫ হাজার টাকা রয়েছে। এতে তার মোট ক্ষতি হয় প্রায় আড়াই লক্ষ টাকা। রাতে ওই এলাকায় নৈশ প্রহরী হিসেবে চকময়রাম গ্রামের গোলাম রব্বানী পাহারায় দায়িত্বে ছিলেন। দায়িত্ব পালনকালে সে অসুস্থ্য হয়ে পড়ায় রাত ৩টার দিকে বাড়ীতে চলে যায়। এই সুযোগে চোরেরা এ ঘটনা ঘটায়। 

এ ব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল মমিন বলেন, মোবাইল ফোনের দোকান চুরির বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওই রাতের দোকান ঘরের সিসি ক্যামেরার ফুটেজ উদ্ধার করা হয়েছে সেটি নিয়ে তদন্ত করা হচ্ছে। আশা করছি দ্রুত দুর্বৃত্তদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

জিজ্ঞাসাবাদের জন্য নৈশ প্রহরী গোলাম রব্বানীকে থানার আনা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।

আগামীনিউজ/মালেক

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner