1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

লক্ষ্মীপুরে পুলিশের উপর হামলার ঘটনায় ২১৫ জনের বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর প্রকাশিত: মার্চ ৯, ২০২৩, ০৮:২৫ পিএম লক্ষ্মীপুরে পুলিশের উপর হামলার ঘটনায় ২১৫ জনের বিরুদ্ধে মামলা

লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ইউনিয়ন আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় পুলিশের উপর হামলার ঘটনায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। চন্দ্রগঞ্জ থানার এসআই মোঃ মহসীন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। চন্দ্রগঞ্জ থানার (ওসি) মোঃ তহিদুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে মামলা দায়েরের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

এ ঘটনায় গ্রেফতার আসামি আওয়ামী লীগ নেতা সফিকুল ইসলাম শিফন খলিফা, ছাত্রলীগ নেতা রিয়াজ হোসেন জয় ও এম সজীবসহ চারজনকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। 

জানা যায়, বুধবার সন্ধ্যায় চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামীলীগের কাজী সোলাইমান গ্রুপ ও চেয়ারম্যান নুরুল আমিন গ্রুপ মিছিল বের করে। এসময় চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারের আফজাল রোডের মোড়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে গেলে উভয়পক্ষের ইটপাটকেল নিক্ষেপে পাঁচ পুলিশ সদস্যসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

আহতরা হলেন, ডিবি পুলিশের এসআই জাকির হোসেন, চন্দ্রগঞ্জ থানার এসআই আব্দুর রহিম, কনস্টেবল মোজাম্মেল হোসেনসহ ১৫জন। পরে গুরুতর আহতদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। 

মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) আব্দুর রহিম জানিয়েছেন, বুধবার রাতে আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় পুলিশের পাঁচজন সদস্য আহত হয়েছেন। এঘটনায় চারজনকে ঘটনাস্থল থেকে আটকের পর দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

এসএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner