1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

শ্বশুরবাড়ি থেকে গরু চুরি করে ধরা পড়লেন জামাই

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৩, ০৮:৩৮ পিএম শ্বশুরবাড়ি থেকে গরু চুরি করে ধরা পড়লেন জামাই

কুমিল্লায় জুয়ার টাকার জন্য শ্বশুরবাড়ি থেকে গরু চুরির সময় জামাইসহ তিনজনকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাতে জেলার দেবিদ্বার উপজেলায় এ ঘটনা ঘটে। এ সময় কালো রংয়ের একটও গরু এবং সিএনজিচালিত অটোরকিশা উদ্ধার করা হয়। 

আটককৃতরা হলেন- কুমিল্লার সদরের ধর্মপুর এলাকার জুয়েল (২৬), সাতরা চম্পকনগর এলাকার মো. রাসেল (২৮) ও বুড়িচং উপজেলার রাজাপুর গ্রামের মো. সুজন।

দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ১৩ ফেব্রুয়ারি বিকেলে তিনজন বরুড়া উপজেলা থেকে একটি গরু চুরি করে সিএনজিচালিত অটোরিকশায় করে নিয়ে যান। পরে গরুটি নিয়ে পার্শ্ববর্তী দেবিদ্বারে দিয়ে যাওয়ায় সময় মঙ্গলবার রাতে পুলিশের চেকপোস্টে ধরা পড়ে।

ওসি জানান, বরুড়া উপজেলার বিলপুকুরিয়া এলাকায় জুয়েলের শ্বশুরবাড়ি। সোমবার বিকেলে জুয়েল তার অন্য দুই সহযোগীকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে গরু চুরি করেন। এই গরু বিক্রি করে তারা জুয়া খেলতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। বুধবার বরুড়া থেকে থানায় এসে গরুর মালিক আমির হোসেন তিন চোরের বিরুদ্ধে মামলা করেছেন।

এসএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner