1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

নৌকায় করে ‘ধানের শীষের’ সম্মেলনে বিএনপির ৫ হাজার নেতাকর্মী

উপজেলা প্রতিনিধি, আমতলী (বরগুনা) প্রকাশিত: নভেম্বর ৪, ২০২২, ০২:০৪ পিএম নৌকায় করে ‘ধানের শীষের’ সম্মেলনে বিএনপির ৫ হাজার নেতাকর্মী

বরগুনাঃ নৌকায় করে বরিশালে ‘ধানের শীষের’ বিভাগীয় সম্মেলনে যাচ্ছেন আমতলী উপজেলা বিএনপির ৫ হাজার নেতা-কর্মী। শুক্রবার ও শনিবার পরিবহন মালিক সমিতি মহাসড়কে তিন চাকার গাড়ি বন্ধের দাবিতে বাস ধর্মঘট আহ্বান করে। উপায় না পেয়ে বিএনপির নেতা-কর্মীরা নদীপথেই শুক্রবার ভোর থেকে নৌকায় করে বরিশাল যাচ্ছেন।

বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলা বিএনপির উদ্যোগে পাঁচটি ইঞ্জিনচালিত কার্গো নৌকা ভাড়া করা হয়েছে। নৌকাগুলোতে এক থেকে দেড় হাজার নেতা-কর্মী বরিশালে যাওয়ার কথা। আজ শুক্রবার ভোররাতে নৌকাগুলো উপজেলার গুলিশাখালী বাজার থেকে ছেড়ে যায়।

এদিকে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জালাল আহম্মেদ ফকির ও সদস্যসচিব মো. তুহিন মৃধার নেতৃত্বে প্রায় আড়াই হাজার নেতা-কর্মী সম্মেলনস্থলে এসে পৌঁছান। এ বিষয়ে আমতলী উপজেলা বিএনপির সদস্যসচিব মো. তুহিন মৃধা বলেন, ‘বিএনপির বিভাগীয় সম্মেলন বাধাগ্রস্ত করতে মালিক সমিতি বাস ধর্মঘট আহ্বান করেছে। ফলে দুই দিন আগেই বাসযোগে সম্মেলনস্থলে এসেছি। আরও অনেক নেতা-কর্মী রয়েছেন, যাঁরা আজ নৌকায় করে সম্মেলনে আসবেন।’

আমতলী উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জালাল আহম্মেদ ফকির বলেন, ‘কোনো বাধাই বিএনপির নেতা-কর্মীদের দমিয়ে রাখতে পারবে না। সব বাধা উপেক্ষা করে উপজেলা থেকে সড়ক ও নদীপথে অন্তত পাঁচ হাজার নেতা-কর্মী সম্মেলনে যোগদান করবেন। এরই মধ্যে অন্তত ২ হাজার ৫০০ নেতা-কর্মী সম্মেলনস্থলে এসেছেন।’

তবে বিএনপির সম্মেলন বাধাগ্রস্ত করতে নয়, বরং মহাসড়কে তিন চাকার গাড়ি চলাচল বন্ধের দাবিতে ধর্মঘট আহ্বান করা হয়েছে বলে দাবি করেছেন বরগুনা মালিক সমিতির কার্যকরী সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. হাসান মৃধা। তিনি বলেন, ‘মহাসড়কে তিন চাকার গাড়ি চলাচল বন্ধের দাবিতে দুই দিনের ধর্মঘট আহ্বান করা হয়েছে।’

এসএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner