1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

দিনে-দুপুরে ফিল্মি স্টাইলে স্বর্ণের দোকানে ডাকাতি

জেলা প্রতিনিধি,ফেনী প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২২, ০৬:৪০ পিএম দিনে-দুপুরে ফিল্মি স্টাইলে স্বর্ণের দোকানে ডাকাতি

ফেনীঃ ফেনীর সোনাগাজীতে অর্জুন শিল্পালয়ের স্বর্ণের দোকা বাবু অর্জুন চন্দ্র দাস (৪৫) কে কুপিয়ে দিন দুপুরে ফ্লিম স্টাইলে দুর্ধর্ষ ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। এ সময় দোকানি অর্জন চন্দ্র দাস গুরুত্বর আহত হন। তাকে আশংকাজনক অবস্থায় ফেনী জেনারেল  হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার দুপুরে উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের জমাদার বাজারে এ ঘটনা ঘটে।   

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর ২টার দিকে জোহরের নামাযের সময় হঠাৎ দুই মোটর সাইকেল যোগে ৫/৬জন সশস্ত্র অবস্থায় জমাদার বাজারের ওই স্বর্ণ দোকানে হানা দেয়। এ সময় দোকানী অর্জুন চন্দ্র দাসকে উপর্যুপুরী কুপিয়ে দোকানের শোকেচ ভেঙ্গে রক্ষিত স্বণালংকার ও নগদ টাকা  লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় দোকানি আত্ম-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে বোমা পাটিয়ে ডাকাতদল মোটর সাইকেলযোগে পালিয়ে যায়।

স্থানীয়রা দোকানীকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে সোনাগাজী মডেল থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ওই এলাকায় আতংক বিরাজ করছে।

স্থানীয়রা জানান, ওই স্বর্ণের দোকানী স্বর্ণে ব্যবসার পাশাপাশি কোটি টাকার স্বর্ণ বন্দক রাখার বিনিময়ে অর্থের লেনদেন করতেন। প্রবাসী অধ্যুষিত এলাকা হওয়ার প্রচুর দাদন ব্যবসা জমজমাট ছিল। প্রবাসীদের বন্দক রাখা কোটি টাকার স্বর্ণালংকার তার কাছে ছিলো। দোকানী মূমূর্ষ অবস্থায় থাকায় ডাকাতির ক্ষয়ক্ষতির বিষয়ে এ রিপোর্ট লিখা পর্যন্ত জানা যায়নি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন বলেন, জোহরের নামাযের সময় নিরবতা পেয়ে ডাকাতদল পূর্ব পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটাতে পারে। চরদরবেশ ইউনিয়নের দিকে থেকে ডাকাত দল এসে আবার সে দিকে চলে যাওয়ার খবর পেয়েছি।

সোনাগাজী মডেল থানার ওসি খালেদ হোসেন দ্যাইয়ান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দ্রুত দুস্কৃতিকারীদের আইনের আওতায় আনার কাজ চলছে।

এসএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner