1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

জাবিতে ফিলিস্তিনি জনগণের পক্ষে কবিতা সমাবেশ অনুষ্ঠিত

জাবি প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৩, ০৯:৫৯ পিএম জাবিতে ফিলিস্তিনি জনগণের পক্ষে কবিতা সমাবেশ অনুষ্ঠিত

ঢাকাঃ ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) "ফিলিস্তিনের জনগণের পক্ষে কবিতা সমাবেশ" শীর্ষক প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২৪ নভেম্বর) বিকাল ৪ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের সাহিত্য সংগঠন চিরকুট এ কবিতা সমাবেশ আয়োজন করে। সমাবেশে প্রায় চল্লিশ জন কবিসহ  শতাধিক ব্যক্তি অংশগ্রহণ করেন।

 

সমাবেশে কবিতা পাঠ করেন হাসান রোবায়েত,  পলিয়ার ওয়াহিদ,শব্দ নীল, মিছির হাসনাইন, জহির ফয়সাল, শাকিব লোহানী, তালুকদার লাভলী, জেবুন্নেসা জেবা, সাজিদা স্মিগ্ধা, আনিস মুহাম্মদ, সাদ্দাম হোসেন, হামিদা জান্নাত, ও তাহমিদ হাসান প্রমুখ।

 

এতে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক আহমেদ রেজা বলেন, কবি ও সাহিত্যিকরা সবসময় মানবিক হন। ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে তাই এ ধরণের আয়োজন প্রশংসনীয়। এ সময় তিনি সম্মিলিতভাবে 'আমরা করবো জয়' গানটি গেয়ে শোনান।

 

সমাবেশে সংহতি প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক খন্দকার লুৎফুল ইলাহী বলেন, আধিপত্যবাদী ইসরাইলের আগ্রাসনের বিপরীতে আমরা তথাকথিত মুসলিম বিশ্বকে সবসময় নীরব দেখেছি। অথচ ইসরাইলের গণহত্যার সমর্থনে মানবতার ধ্বজাধারীরা জোট বেঁধে মাঠে থাকেন।

 

বাংলা বিভাগের অধ্যাপক খোরশেদ আলম বলেন, ফিলিস্তিনের জনগণের পক্ষে এ কবিতা সমাবেশকে স্বাগত জানাই। সবার সম্মিলিত প্রচেষ্টায় যুদ্ধের বিপরীতে পৃথিবীতে শান্তি নেমে আসুক। গাজার নারী-শিশুসহ সবাই শান্তিতে বাঁচুক।

 

কবিতা সমাবেশে অর্ধশতাধিক নেতা-কর্মী সহ সংহতি জানান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল। এসময় তিনি পশ্চিমা বিশ্বের অবস্থানের নিন্দা জানিয়ে বলেন, আজকে তথাকথিত মানবতার ফেরিওয়ালা দেশগুলো ইসরাইলের গণহত্যাকে সমর্থন করছে। আমরা তাদের এ দ্বিমুখী নীতির নিন্দা ও প্রতিবাদ জানাই।

 

এ সময় সংহতি জানিয়ে আরো বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি শাখার সংগঠক সোহাগী সামিয়া সহ আরো অনেকেই।

 

সমাপনী বক্তব্যে চিরকুট সভাপতি মেহেদী মামুন বলেন, চিরকুট এর আজকের কর্মসূচি ধর্ম-বর্ণ নির্বিশেষে নিরস্ত্র নাগরিকের ওপর অত্যাচারের প্রতিবাদে আয়োজিত। এ সমাবেশে যারাই অংশ নিয়েছেন তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা। এখানকার প্রতিটি অক্ষর আঘাত করুক দখলদারের বিধ্বংসী অস্ত্রের বিরুদ্ধে। 

 

সমাবেশের আহ্বায়ক আহসান লাবিবের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সুমাইয়া সুমু, সংগঠক আলিফ মাহমুদ ও আশফার রহমান নবীন,  জুবাইর ইসলাম জিয়ান প্রমুখ।

সৈকত ইসলাম/এমআইসি 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner