1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

ফেসবুকে ভাসছে জামাল ভূঁইয়ার বিয়ের ছবি!

ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২০, ০২:৩৭ পিএম ফেসবুকে ভাসছে জামাল ভূঁইয়ার বিয়ের ছবি!
ছবি ফেসবুক থেকে নেওয়া

ঢাকা : গেল বছরটি মোটামুটি ভালোই কেটেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার। লাল-সবুজ দলের অধিনায়কের আর্মব্যান্ড পরার স্বপ্নপূরণ হয়েছে ডেনমার্কে জন্ম নেয়া বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলারের। তাই আর দেরি না করে নতুন বছরেই হয়তো নতুন জীবনে পা দিলেন জামাল! সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ভাসছে এই মিডফিল্ডারের বিয়ের ছবি।

বেসরকারি যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ ক্রীড়া প্রতিবেদক তাহমিদ অমিত তার ফেসবুক ওয়ালে বর জামাল ভূঁইয়া ও কনের ছবি পোস্ট করে তাদের শুভকামনা জানিয়েছেন।

জানা গেছে, ৫ জানুয়ারি ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের গোল্ডেন প্যালেসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন জামাল। তবে তার স্ত্রী বা কনের সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

১৯৯০ সালে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে জন্ম জামাল ভূঁইয়ার। তার বাবার নাম ইনসান ভূঁইয়া ও মায়ের নাম রাজিয়া আক্তার। কিশোরগঞ্জ শহরের আলোরমেলা এলাকার বাসিন্দা ইনসান ভূঁইয়া। তবে তার পূর্বসূরিদের বাস ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মুশুলী চংভাদেরা গ্রামে।

সেই শৈশব থেকেই ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে খেলতে থাকেন জামাল ভূঁইয়া। কোপেনহেগেনের হয়ে খেলেন ডেনমার্কের অনূর্ধ্ব-১৯ লেভেলে। এরপর বাংলাদেশের জার্সিতে খেলার স্বপ্ন নিয়ে ২০১২ সালে ঢাকায় আসেন তিনি। ২০১৩ সালের সাফ ফুটবলে নেপালের বিপক্ষে অভিষেক হয় জামালের। সেই থেকে জাতীয় দলে নিয়মিত খেলছেন। গেল বছর থেকে লাল-সবুজ দলের অধিনায়কত্ব করছেন তিনি।

আগামী নিউজ/জেডআই/এনএনআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner