 
      -20231018082200.jpg) 
                    
          
          ঢাকাঃ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, নিরাপদ, স্বেচ্ছায় ও টেকসই প্রত্যাবাসন রোহিঙ্গা সমস্যার একমাত্র সমাধান।
মঙ্গলবার (১৭ অক্টোবর) থাইল্যান্ডের ব্যাংককে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা- ইউএনএইচসিআরের আয়োজিত রোহিঙ্গা শরণার্থীবিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে দেওয়া বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ড. মোমেন তার বক্তৃতায় রাখাইন রাজ্যের পরিস্থিতির উন্নতির জন্য এবং বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা বাড়ানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের অর্থপূর্ণ সম্পৃক্ততার আহ্বান জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের পাঠ্যক্রমের চলমান শিক্ষা এবং কক্সবাজার ও ভাসানচরে রোহিঙ্গাদের জন্য দক্ষতা উন্নয়ন কার্যক্রম প্রত্যাবাসন উদ্যোগের পরিপূরক হওয়া উচিত।
এমআইসি
-20251013141837.jpg) 
    -20251013095452.jpg) 
     
     
     
    -20250923081410.jpg) 
     
     
     
    -20250815155757.jpg)