1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

এবার উড়িষ্যায় ট্রেনে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুন ৯, ২০২৩, ১১:০৬ এএম এবার উড়িষ্যায় ট্রেনে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক

ঢাকাঃ ভারতের উড়িষ্যার নোয়াপাদা জেলায় দুর্গ-পুরী এক্সপ্রেসে আগুন লাগার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবারের (৮ জুন) এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

ইস্ট-কোস্ট রেলের (পূর্ব উপকূলীয় রেল) কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ১০টার পরে উড়িষ্যার নোয়াপাদায় ডাউন ১৮৪২৬ দুর্গ-পুরী এক্সপ্রেসের এসি কোচের নীচে আগুন দেখা যায়। ব্রেক প্যাডের সংঘর্ষের জেরে সেই আগুন লাগে। দ্রুত আগুন নিভিয়ে ফেলেন দমকল কর্মীরা। কোচের মধ্যে আগুন ছড়ায়নি।

তাছাড়া এ ঘটনায় কোনো হতাহতেরও খবরও মেলেনি। কিছুক্ষণ পরে পুরীর উদ্দেশে রওনা দেয় ডাউন ১৮৪২৬ দুর্গ-পুরী এক্সপ্রেস।

রেলের কর্মকর্তারা আরও জানিয়েছেন, ট্রেনের চেন টানার পর ব্রেক প্যাড ঠিকমতো কাজ করেনি। ব্রেক প্যাডের সংঘর্ষের জেরে আগুন লেগে যায়। আগুন নেভানোর পর রাত ১১টা নাগাদ পুরীর উদ্দেশে রওনা দেয় সেই এক্সপ্রেস ট্রেন।  

আরপিএফ ইনস্পেক্টর দিলীপ কুমার জানিয়েছেন, বিষয়টি নিয়ে স্টেশন ম্যানেজার অভিযোগ দায়ের করেছেন। তদন্ত শুরু হয়েছে।

উল্লেখ্য, কয়েকদিন আগে উড়িষ্যার বালাসোরে বাহানগা বাজার স্টেশনের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে। ওই ঘটনায় প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন এক হাজারেরও বেশি।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner