1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

কৃষকদের নীতি ও আর্থিক সহায়তা দিতে হবে

নিউজ ডেস্ক প্রকাশিত: মে ২৩, ২০২০, ০৪:০২ এএম কৃষকদের নীতি ও আর্থিক সহায়তা দিতে হবে
ছবি: বাংলাদেশ প্রতিদিন

সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক বলেছেন, সাইক্লোনের ক্ষতি এড়ানো খুব কঠিন। তবে প্রাণহানির বিষয়টা এড়ানো যায়। যা এবারও সম্ভব হয়েছে। কিন্তু এবার কৃষি খাতের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে বহু ফসল তলিয়ে গেছে। সেই  সঙ্গে আম, লিচুর ব্যাপক ক্ষতি হয়েছে। পোলট্রি, মাছ, পানের বরজ, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনিতেই করোনার আঘাতে সারা বিশ্বেই ব্যবসা-বাণিজ্যের মারাত্মক ক্ষতি হয়েছে। এরই মধ্যে বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় আম্ফান আঘাত হেনেছে। যা উপকূলীয় ও দক্ষিণ পশ্চিম অঞ্চলের কৃষি ব্যবস্থাকে নাকাল করে দিয়েছে। এতে কৃষকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের নীতি ও আর্থিক সহায়তা দিয়ে ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দিতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি একথা বলেন। আনোয়ার ফারুক বলেন, যাদের ফসল তলিয়ে গেছে, পুকুর থেকে মাছ চলে গেছে, মাছের ঘের তলিয়ে গেছে- এদের তো নিশ্চয়ই তালিকাও রয়েছে।

না হলে দ্রুততম সময়ের মধ্যে এদের একটা তালিকা করে সরকারিভাবে সহায়তা দিতে হবে। একদিকে তাদের ক্ষতি পুষিয়ে দিতে হবে। অন্যদিকে নতুন করে যেন ফসল বুুনতে পারে। মাছের ঘের আবার করতে পারে, এ জন্য সহায়তা দিতে হবে। এতে সরকার চাইলে সার, বীজ, মাছের পোনা, মাছের খাবারসহ অন্যান্য উপকরণও দিতে পারে। আবার নগদ অর্থ দিয়েও সহায়তা করতে পারে। অন্যথায় আমাদের খাদ্য নিরাপত্তার ওপর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে। ফলে সামনের দিনে খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলে তাদের নানাভাবে সহায়তা দিতে হবে। আর এই ঝড়ের কারণে গাছ থেকে প্রচুর পরিমাণে আম, লিচু ঝরে পড়েছে। এসব আম ও লিচু পরিবহনে সহায়তা দিতে হবে। দ্রুততম সময়ের মধ্যে এগুলোকে ভোক্তার হাতের কাছে পৌঁছাতে হবে। অন্যথায় সব পচে নষ্ট হয়ে যাবে। এ কাজটি এখনই করতে হবে বলে তিনি মনে করেন। সূত্র: বাংলাদেশ প্রতিদিন।

আগামীনিউজ/বিজয়
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner