1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

রমজানে অন্যায়ভাবে দ্রব্যমূল্য বাড়ালে ব্যবস্থা : বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ২১, ২০২২, ০৮:১০ পিএম রমজানে অন্যায়ভাবে দ্রব্যমূল্য বাড়ালে ব্যবস্থা : বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

ঠাকুরগাঁওঃ আসন্ন পবিত্র রমজানে কোনো ব্যবসায়ী অন্যায়ভাবে দ্রব্যমূল্য বাড়ালে তার বিরুদ্ধে বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। পর্যাপ্ত মজুদ রয়েছে, রমজানে কোনো পণ্যের সংকট দেখা দেবে না বলেও জানান মন্ত্রী।

সোমবার (২১ মার্চ) বিকেলে ঠাকুরগাঁও অডিটোরিয়াম (বিডি হল) মাঠে পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দাদের মাঝে টিসিবির পণ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘রমজানের শুরুতে ক্রেতারা অনেক পণ্য কিনে মজুদ করেন। আমরা যদি রমজানের শুরুতে বেশি পণ্য না কিনি, তাহলে দাম বাড়ার কোনো সুযোগ নেই। এছাড়া আমাদের কাছে পর্যাপ্ত মজুদ রয়েছে। ভ্যাট তুলে নেওয়ার পরে তেলের দামও নিম্নমুখী।’

টিপু মুনশি বলেন, ‘বাজার মনিটরিং ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আন্তরিকভাবে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজার মনিটরিং করতে ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে কঠোর নির্দেশ দিয়েছেন। বাণিজ্য মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের সহায়তায় সারাদেশের বাজার মনিটরিং ও দ্রব্যমুল্যেও দাম কমাতে কাজ করে যাচ্ছে।’

দ্রব্যমূল্য প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আমরা সবাই জানি সারা পৃথিবীতে তেলের দাম বেড়েছে। আমাদের দেশে যা তেল লাগে তার ৯০ ভাগ তেল বিদেশ থেকে আমদানি করতে হয়। আর সেই তেলের দাম বিদেশই বেড়ে গেছে। যার জন্য দেশে তেলের দাম বেড়েছে। তার জন্য রমজান মাসের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী ঠিক করেছেন এক কোটি মানুষকে স্বল্পমূল্যে টিসিবির পণ্য পৌঁছে দেবেন। তাই শুরু করা হয়েছে প্রথম ধাপে টিসিবির পণ্য দেওয়া। আবার রমজান মাসের মাঝামাঝি সময়ে আরেক ধাপে পণ্য দেওয়া হবে।’

পরিবার পরিচিতি কার্ড ভালো করে সংরক্ষণের নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন প্রয়োজনে আমরা ভবিষ্যতে আরও দেওয়ার চেষ্টা করবো তাই এই কার্ডগুলো পরে প্রয়োজন হতে পারে।’

সত্যিকার অর্থে যাতে দরিদ্র মানুষেরা টিসিবির পণ্য পায় সেই দিয়ে লক্ষ্য রাখার তাগিদ দিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীকে বলেছিলাম যে, এবার আমরা টিসিবির পণ্য ৫০ লাখ মানুষকে দিতে পারবো। তিনি বলেছেন, যত কষ্টই হোক এবার এক কোটি মানুষকেই পণ্য দিতে হবে। যার জন্য আমাদের উপরে অনেক চাপ পড়েছে। তাতেও আমাদের দিতে অসুবিধা নেই। জেলা প্রশাসনসহ রাজনৈতিক ব্যক্তিদের সহযোগিতায় আমরা অল্প সময়ে এক কোটি মানুষকে পণ্য দেওয়ার ব্যবস্থা করেছি। তাই সবাই আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাকে সুস্থ রাখেন। কারণ উনি আমাদের দেশের জন্য বেশি তোয়াক্কা করেন। এদেশের ভাগ্য পরিবর্তনে তিনি ক্লান্তিহীন পরিশ্রম করে চলেছেন।’

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মুহা. সাদেক কুরাইশী, সহসভাপতি ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, মাহবুবুর রহমান খোকন চৌধুরী, সাধারণ সম্পাদক দিপক কুমার রায়, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, ৩নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর ওয়ালিউর রহমান প্রমুখ।

এর আগে দুপুরে সার্কিট হাউজে টিসিবিরি কার্ড করতে টাকা নেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যদি কোথাও কার্ড করতে কেউ টাকা নিয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner