1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

ঘুরে দাঁড়াচ্ছে দেশের রফতানি খাত

ডেস্ক রিপোর্ট প্রকাশিত: অক্টোবর ৮, ২০২০, ০২:২৬ পিএম ঘুরে দাঁড়াচ্ছে দেশের রফতানি খাত
ছবি সংগৃহীত

ঢাকাঃ করোনার প্রভাবে বিশ্বের অন্যান্য অংশের মতো দেশেও ব্যবসা-বাণিজ্যে ধস নামে। পাশাপাশি ধস নামে আমদানি-রফতানিতেও। যদিও প্রাথমিক বিপর্যয় কাটিয়ে ইতিবাচক ধারায় ফিরছে পণ্য রফতানি খাত। চলতি অর্থবছরের (২০২০-২১) প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) এ খাতে ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। 

জুলাই-সেপ্টেম্বরে রফতানি আয় লক্ষ্যমাত্রার তুলনায় ২৩ কোটি ৬৮ লাখ মার্কিন ডলার বেশি এসেছে। তিন মাসে প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৫৮ শতাংশ। মঙ্গলবার রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ওয়েবসাইটে প্রকাশিত রফতানি আয়ের সর্বশেষ পরিসংখ্যান পর্যালোচনায় এসব তথ্য উঠে এসেছে।

ইপিবির পরিসংখ্যানে বলা হয়েছে, চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর রফতানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৯৬৬ কোটি ডলার। যার বিপরীতে আয় হয়েছে ৯৮৯ কোটি ৬৮ লাখ ডলার। এ হিসাবে আয় বেড়েছে ২ দশমিক ৪৫ শতাংশ। 

পাশাপাশি একক মাস (সেপ্টেম্বর) হিসেবে রফতানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে। এ সময় আয়ের লক্ষ্য ধরা হয়েছিল ২৮৫ কোটি ডলার। এর বিপরীতে আয় হয়েছে ৩০১ কোটি ৮৭ লাখ ডলার। প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৯২ শতাংশ। গত বছরের একই মাসে আয় হয় ২৯১ কোটি ৫৮ লাখ ডলার। সে হিসাবে প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৫৩ শতাংশ। 

ইপিবির রফতানি আয়ের পরিসংখ্যান পর্যালোচনায় দেখা গেছে, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে তৈরি পোশাক খাত ও চামড়া খাতে রফতানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে। এই সময় চামড়া ও চামড়াজাত পণ্যে রফতানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২১ কোটি ৬৭ লাখ ডলার, বিপরীতে আয় হয়েছে ২২ কোটি ৫১ লাখ ডলার। লক্ষ্যমাত্রার তুলনায় আয় বেশি হয়েছে ৩ দশমিক ৮৭ শতাংশ। তবে গত অর্থবছরের একই সময়ের তুলনায় এ খাতে রফতানি আয় কমেছে ১১ দশমিক ৪৯ শতাংশ।

এ সময় তৈরি পোশাক খাতে রফতানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৭৯৬ কোটি ডলার। আয় হয়েছে ৮১২ কোটি ৬৩ লাখ ডলার। লক্ষ্যমাত্রার তুলনায় আয় বেশি হয়েছে ২ দশমিক শূন্য ৯ শতাংশ। সঙ্গে গত অর্থবছরের একই সময়ের তুলনায় আয় শূন্য দশমিক ৮৫ শতাংশ বেড়েছে।

ইপিবি সূত্র বলছে, করোনা মহামারির মধ্যেও দেশে যাতে রফতানি খাত থেকে বেশি করে আয় হয় এজন্য বাণিজ্যমন্ত্রীর নির্দেশে সব ধরনের কার্যক্রম অব্যাহত আছে। প্রত্যেকটি দেশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখা হচ্ছে। অনেক দেশ ইতোমধ্যে সাড়া দিয়েছে।

ইপিবির তথ্যমতে, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে পাট ও পাটজাত পণ্যে রফতানির আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২৭ কোটি ৪৯ লাখ ডলার, বিপরীতে আয় হয়েছে ৩০ কোটি ৭৫ লাখ ডলার। লক্ষ্যমাত্রার তুলনায় আয় বেশি হয়েছে ১১ দশমিক ৮৫ শতাংশ। প্রবৃদ্ধি হয়েছে ৩৯ দশমিক ২৬ শতাংশ। 

কৃষিপণ্য খাতে রফতানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২৫ কোটি ২১ লাখ ডলার। আয় হয়েছে ২৭ কোটি ১৪ লাখ ডলার। লক্ষ্যমাত্রার তুলনায় আয় বেশি হয়েছে ৭ দশমিক ৬৯ শতাংশ। প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৪ শতাংশ।

আগামীনিউজ/জেহিন

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner