Dr. Neem on Daraz
Victory Day

ডিজিটাল কপিরাইট নিয়ে সচেতনতা দরকার


আগামী নিউজ | মো. নাজমুল ইসলাম সুমন প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২০, ০৯:৫৬ পিএম
ডিজিটাল কপিরাইট নিয়ে সচেতনতা দরকার

ঢাকা : ডিজিটাল কপিরাইট নিয়ে সবার সচেতন হওয়ার এখনি সময়। নিজের মেধাস্বত্ব অধিকার রক্ষা করার সময়টাও এখনি।

কপিরাইট কি?

মানবমনের সৃজনশীলতা ও সংস্কৃতির মাধ্যমে যে মেধা সম্পদ সৃজিত হয় এর আইনগত স্বীকৃতি ও সুরক্ষাই হলো কপিরাইট। এই রাইট ৫০/৭০ বছর পর্যন্ত কার্যকরী থাকে। সাহিত্য, গবেষণা তত্ত্ব, সফটওয়্যার, সংগীত, বিজ্ঞাপন, নাটক, সিনেমা, ফেইসবুক বা ইউটিউব কন্টেন্ট ইত্যাদির কপিরাইট করা সম্ভব।

উদাহরণস্বরূপ, একটি গানের ক্ষেত্রে গীতিকার সুরকার কপিরাইটের স্বত্বাধিকারী হন এবং শিল্পী রিলেটেড রাইট স্বত্বের অধিকারী হন।

ইউটিউব বা অন্য যেকোনো ডিজিটাল মাধ্যমে কপিরাইট সনদ করা উচিত, তাতে পরবর্তীতে আরবিট্রেশনে মুল প্রমান হিসেবে কাজ করবে।

কপিরাইট আইন ২০০০ এর ৮২ ধারা মোতাবেক কপিরাইট আইন ভঙ্গ করলে ৪ বছর জেল এবং ২ লক্ষ টাকা জরিমানা হতে পারে। এছাড়া ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৩ ধারা মোতাবেক ৫ বছর জেল হতে পারে। সে কারণে নিজের মেধাস্বত্ব রক্ষার জন্য রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত কপিরাইট অফিস থেকে নিবন্ধন করে নিন এবং সনদ গ্রহণ করুন।

তাই সবাইকে আহবান জানাবো নিজের অধিকার রক্ষায় কপিরাইট করে ফেলুন এবং অন্যের কপিরাইট রক্ষায় আইন ও সৃজনশীলতা কে শ্রদ্ধা করুন।

লেখক : মো. নাজমুল ইসলাম সুমন, অতিরিক্ত উপ কমিশনার, সাইবার ক্রাইম ইউনিট, ডিএমপি, ঢাকা।

আগামীনিউজ/সুমন/সবুজ       

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে