Dr. Neem on Daraz
Victory Day

করোনার টিকা নিয়ে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার দাবি


আগামী নিউজ | নিউজ ডেস্ক প্রকাশিত: জুলাই ৭, ২০২১, ১২:৩৮ পিএম
করোনার টিকা নিয়ে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার দাবি

ছবি: সংগৃহীত

ঢাকাঃ মরণঘাতী করোনাভাইরাসের টিকা আবিষ্কার করেছে বিশ্বের কয়েকটি প্রতিষ্ঠান। এই টিকা প্রয়োগের পর অনেকেই নানা পার্শ্ব প্রতিক্রিয়ার কথা জানিয়েছেন। এমনকি টিকা গ্রহণের পর শরীর চুম্বকে পরিণত হওয়ার দাবিও করেছেন কেউ কেউ।

এদিকে ভারতের মহারাষ্ট্রের এক নারীর দাবি— করোনাভাইরাসের টিকা নেওয়ার পর তিনি দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন। ৭০ বছর বয়সি মাথুরাবাঈ নামের এই নারী জানান, নয় বছর আগে তিনি তার দৃষ্টিশক্তি হারান। এরপর মহারাষ্ট্রে তার আত্মীয়ের বাড়িতেই থাকেন।

তার ভাষ্যমতে, গত ২৬ জুন তিনি কোভিশিল্ড টিকার প্রথম ডোজ নেন। এর পরদিনই তার এক চোখের ৩০ থেকে ৪০ শতাংশ দৃষ্টিশক্তি ফিরে পান।

যদিও চিকিৎসকরা এখনো বিষয়টি নিশ্চিত করেননি। তবে এরই মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াতে খবরটি প্রকাশ হয়েছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে