Dr. Neem on Daraz
Victory Day

অবসরে যাচ্ছে অসংখ্য মানুষের জীবন বাঁচিয়ে দেওয়া ইঁদুর


আগামী নিউজ | নিউজ ডেস্ক প্রকাশিত: জুন ৬, ২০২১, ০৩:৪০ পিএম
অবসরে যাচ্ছে অসংখ্য মানুষের জীবন বাঁচিয়ে দেওয়া ইঁদুর

ছবি: সংগৃহীত

ঢাকাঃ মাইন শনাক্ত করে অসংখ্য মানুষের জীবন বাঁচিয়ে দেওয়া আলোচিত এক ইঁদুরের নাম ‘মাগাওয়া’। দীর্ঘ ৫ বছর ধরে কম্বোডিয়ায় মাইন শনাক্তের কাজে নিযুক্ত এই ইঁদুর এবার অবসরে যাচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। 

১.২ কেজি ওজন এবং লম্বায় ৭০ সেন্টিমিটারের বড় আকৃতির এই আফ্রিকান ইদুরটি বর্তমানে বয়সের ভারে ধীরগতির হয়ে পড়ায় অবসরে পাঠানো হচ্ছে। কম্বোডিয়ায় মাইন সরানোর কাজে যুক্ত কম্বোডিয়ান মাইন অ্যাকশন সেন্টারের (সিএমএসি) অধীনে কর্মরত ছিল মাগাওয়া। পাঁচ বছরে ৭১টি মাইন এবং অনেক বিস্ফোরক দ্রব্য শনাক্ত করে অসংখ্য মানুষের প্রাণ বাঁচিয়েছে এই ইঁদুর।

কম্বোডিয়ায় আনুমানিক ৬০ লাখ মাইন পুঁতে রাখা আছে বলে ধারণা করা হয়ে থাকে। এসব মাইন শনাক্তের কাজে আফ্রিকা থেকে নিয়ে আসা হয় প্রশিক্ষণপ্রাপ্ত একদল ইঁদুর। এদের মধ্যে কাজে সবচেয়ে দক্ষতা দেখায় মাগাওয়া। এজন্য গত বছর মাগাওয়া পিডিএসএ স্বর্ণপদকও অর্জন করে। প্রাণীদের সাহসী কর্মকাণ্ডের জন্য এ স্বর্ণপদক দেওয়া থাকে।

মাইন শনাক্তে প্রশিক্ষণপ্রাপ্ত ইদুর সিএমএসিকে সরবরাহ করে আফ্রিকান প্রতিষ্ঠান অ্যাপোপো। প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের মতে, টেনিস খেলার একটি মাঠের সমান কোনো জায়গায় মাইন আছে কি না, তা মেটাল ডিটেক্টর দিয়ে খুঁজে বের করতে কোনো মানুষের এক থেকে চার দিন লাগে। অথচ এই কাজটি মাত্র ২০ মিনিটের মধ্যে করতে পারে মাগাওয়া।

আলোচিত এই ইঁদুরের কাজের জায়গায় যুক্ত হচ্ছে অপেক্ষাকৃত কম বয়সী ইঁদুর। তবে অবসরে গেলেও নতুন ইঁদুরগুলোর ‘উপদেষ্টা’ হিসেবে আরো কিছুদিন কাজ করবে সাত বছর বয়সী মাগাওয়া।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে