Dr. Neem on Daraz
Victory Day

বাঁশের ডগায় মালা ঝুলিয়ে মালা বদল!


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ৩, ২০২১, ০৬:০০ পিএম
বাঁশের ডগায় মালা ঝুলিয়ে মালা বদল!

ছবি সংগৃহীত

ঢাকাঃ কেউ বাবুই পাখির বাসা দিয়ে মাস্ক বানিয়েছেন, কেউ বা পাটের বস্তা মুখে বেঁধেছেন এই সময়। আবার কোথাও কোথাও দেখা যায় বিয়ের কনে মাস্কের উপর দিয়ে আজব কায়দায় নথ পরতে। এরকম ঘটনা আমরা প্রায়ই শুনে থাকি। 

তবে কখনো কি শুনেছেন বাঁশের ডগায় মালা ঝুলিয়ে একে অপরকে মালাবদল করতে? কি শুনে চমকে গেলেন নিশ্চয়? চমকে যাওয়ারই কথা। এমনটাই ঘটেছে ভারতের বিহার রাজ্যের বেগুসরাই জেলায়।

সেখানে দেখা গেল এক বিয়েবাড়িতে বাঁশের সাহায্যে মালাবদল করতে। সেই ছবিই এখন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পাত্র কীর্তেশ কুমার ও পাত্রী জ্যোতি কুমারী, দু'জনের হাতেই রয়েছে একটি করে বাঁশের কঞ্চি। সে গুলোর মাথায় মালা ঝুলিয়ে বিধিসম্মত দূরত্ব বজায় রেখে একে অপরকে পরিয়ে দিচ্ছেন তারা। দু'জনের মুখে রয়েছে মাস্ক।

অনেকে বিষয়টি নিয়ে হাসাহাসি করলেও অধিকাংশ নেটিজেনই কিন্তু বর-কনের এই উদ্যোগকে সমর্থন করেছেন। সমাজে করোনা নিয়ে সচেতনতা বাড়াতে তাদের এই উদ্যোগ নিঃসন্দেহে জনহিতকর বলেই মনে করছেন তারা। গত ৩০ এপ্রিল বেগুসরাইতে এই বিয়ে সম্পন্ন হয়েছে মাত্র ৫০ জন অতিথির উপস্থিতিতে। সদ্য বিবাহিত কীর্তেশ বলছেন, তাদের এই মালাবদলের অনুষ্ঠান সারা জীবন স্মৃতিতে রয়ে যাবে।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে