Dr. Neem on Daraz
Victory Day

মাত্র ৪ পাউন্ড ওজনের হরিণের দেখা মিলল!


আগামী নিউজ | নিউজ ডেস্ক প্রকাশিত: মার্চ ৩১, ২০২১, ০৬:০৪ পিএম
মাত্র ৪ পাউন্ড ওজনের হরিণের দেখা মিলল!

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ সাধারণত একটি হরিণের ওজন হয় ৩০০ পাউন্ড এবং হরিণীর ওজন হয় ১২৫ পাউন্ড। তবে কী ভাবা যায় মাত্র ৪ পাউন্ড ওজনেরও হরিণ রয়েছে? হ্যা এমনি একটি হরিনের দেখা মিলেছে।

সম্প্রতি এক ‘টিকটক’ ব্যবহারকারী এমন একটি হরিণের ছবি শেয়ার করেছেন। আর তারপর থেকেই তোলপাড় সারা বিশ্বের পরিবেশপ্রেমী মানুষের মধ্যে।

বিরলতম এই প্রজাতির নাম ‘ট্র্যাগুলিড’। অনেকে এ প্রজাতির হরিণকে ‘জাভা-মাউস’ হরিণ বলে থাকে। সাধারণত দক্ষিণ পূর্ব এশিয়ায় এই ধরনের হরিণ খুঁজে পাওয়া যায়। ট্রপিক্যাল অঞ্চলে কিংবা গভীর জঙ্গলে পানির কাছাকাছি এদের দেখা যায়।

গণনা করে দেখে গেছে, এই মুহূর্তে ইউরোপে ৪৩টি ‘জাভা-মাউস’ হরিণ রয়েছে। কিন্তু চোরাশিকারিদের কারণে এরা প্রায় বিলুপ্তির পথে।

যিনি এই হরিণের ছবি পোস্ট করেছেন তিনি জানান, দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষ কখনো কখনো এই হরিণের মাংস খায়, আবার পোষ্য হিসেবেও ঘরে রাখেন।

অ্যানিম্যাল ডাইভার্সিটি জানাচ্ছে, এই প্রজাতির হরিণ সর্বোচ্চ ১২ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে।

আগামীনিউজ/নাসির 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে