Dr. Neem on Daraz
Victory Day

মালিকের মৃত্যুশোকে কুকুরের আত্মহত্যা!


আগামী নিউজ | নিউজ ডেস্ক প্রকাশিত: জুলাই ২, ২০২০, ০৫:১১ পিএম
মালিকের মৃত্যুশোকে কুকুরের আত্মহত্যা!

ছবি সংগৃহীত

ঢাকা: দীর্ঘদিন ধরে মালিকের আনন্দ-দুঃখের সাথী ছিলো কুকুরটি। মনিব কিডনি রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে মারা যায়। সেই প্রিয় মনিবের এভাবে চলে যাওয়া মেনে নিতে পারেনি। তাই কুকুরটি চারতলা থেকে ঝাঁপিয়ে আত্মহত্যা করে। এই অবাক করা মনিবভক্তের ঘটনা ঘটেছে ভারতের কানপুরে। 

জানা যায়, ১৩ বছর আগে হাসপাতালের সামনে একটি যন্ত্রণাকাতর কুকুর ছানা দেখে বাড়িতে নিয়ে আসেন ডাক্তার আনিতা রাজ। এরপর দিন কয়েক চিকিৎসার পর কুকুর ছানাটি পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। সেই থেকে ওই কুকুর ছানা ডাক্তার অনিতা রাজের বাড়ির সদস্য হয়েই ছিল এতোদিন। ভালবেসে কুকুরের নাম রেখেছিলেন জয়া।

কয়েক মাস ধরে কিডনির অসুখে ভুগছিলেন অনিতা। দিন সাতেক আগে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। কিন্তু বাঁচানো যায়নি। আনিতা রাজের মৃতদেহ বাড়িতে আনার পরই কষ্টে ছট্ফট করতে থাকে কুকুরটি। সেই প্রিয় মনিবের এভাবে চলে যাওয়া সে মেনে নিতে পারেনি। কয়েক মিনিট পরই বাড়ির চার তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে কুকুরটি। সূত্র: জি নিউজ

আগামীনিউজ/এমআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে