Dr. Neem on Daraz
Victory Day

মৌমাছির দখলে মার্কেট!


আগামী নিউজ | মাদারীপুর প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২০, ০৯:০৬ এএম
মৌমাছির দখলে মার্কেট!

ফাইল ছবি

মাদারীপুরের কালকিনিতে একটি মার্কেট তিন মাস ধরে মৌমাছির দখলে রয়েছে বলে জানা গেছে। সেখানে শতাধিক মৌচাক তৈরি করা হয়েছে। আতঙ্কে ব্যবসায়ীরা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছেন। মৌমাছির চাক দেখার জন্য প্রতিনিয়ত জনতা ভিড় করছেন।

জানা যায়, উপজেলার শিকারমঙ্গল এলাকার মিয়ারহাট বাজারে মার্কেট নির্মাণ করেন একই এলাকার সিরাজুল ইসলাম। মার্কেটের দোকান আজিজ বেপারী, কালাম খান, রব চৌধুরী ও খালেক বেপারীসহ ১০ জনের কাছে ভাড়া দেন। দোকানগুলোর চারদিকে প্রায় শতাধিক মৌমাছির চাক বসেছে। ব্যবসায়ী আজিজ বলেন, দোকানে মৌ-মাছির চাক বসায় দোকান বন্ধ রেখেছি। দোকান কবে খুলতে পারব জানি না।

ব্যবসায়ী কাজী জাহাঙ্গীর বলেন, প্রতি বছরই এই মার্কেটে মৌমাছির চাক বসে। এতে মার্কেটের দোকানিদের ক্ষতির মুখে পড়তে হয়। মধু সংগ্রহকারী আকরাম বলেন, শীতের কারণে ওই মার্কেটে মৌমাছি বাসা বেঁধেছে।

খবর বাংলাদেশ প্রতিদিন (২২ ফেব্রুয়ারি ২০২০) ৯ পাতা

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে