Dr. Neem on Daraz
Victory Day

বাংলাদেশের দুই খেলোয়াড়ে ভয় শ্রীলংকার


আগামী নিউজ | খেলাধুলা ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২১, ০৩:০১ পিএম
বাংলাদেশের দুই খেলোয়াড়ে ভয় শ্রীলংকার

ফাইল ছবি

ঢাকাঃ সুপার টুয়েলভের লড়াইয়ে আজ বিকালে বাংলাদেশের সামনে শ্রীলংকা। এ ম্যাচের ভেন্যু শারজা।

হেড টু হেড পরিসংখ্যানে টি-টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত ১১ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলংকা। 

সেখানে বাংলাদেশ জিতেছে চারটিতে আর শ্রীলংকা সাতটিতে। পরিসংখ্যানে এগিয়ে শ্রীলংকাই।

হয়তো সে কারণেই বাংলাদেশ থেকে নিজ দলকে অনেক ভালো মনে করছেন লংকান অধিপতি দানুশ শানাকা।

তবে বাংলাদেশ দলের দুই তারকা নিয়ে ভীত তিনি। তারা হচ্ছেন— বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।

শানাকার মতে, নিজেদের ব্যাটিং ইনিংসে এ দুজনকে ঠিকঠাক সামলে নিতে বিপদ কেটে যাবে।

শানাকার এমন ভাবনা যুক্তি সঙ্গতই। কেননা বিশ্বসেরা অলরাউন্ডার বিশ্বকাপ মঞ্চে নেমে আলো ছড়িয়েছেন। গত দুই ম্যাচের ব্যাক টু ব্যাক ম্যান অব দ্য ম্যাচ তিনি।

এদিকে একই ভেন্যুতে আইপিএলে দুর্দান্ত পারফরম করেছেন মোস্তাফিজ। 

এসব বিষয় ভাবনায় নিয়ে বাংলাদেশের এ দুই তারকার জন্য ভিন্ন পরিকল্পনা নিয়েছে শ্রীলংকা।

শনিবার সংবাদ সম্মেলনে শ্রীলংকার অধিনায়ক শানাকা বলেন, ‘বাংলাদেশের ভালো কিছু খেলোয়াড় আছে— মোস্তাফিজ, সাকিব, মাহমুদউল্লাহ। সব মিলিয়ে ওরা ভালো দল। তাই এ ম্যাচ নিয়ে ভালোভাবে পরিকল্পনা সাজিয়ে রেখেছি। বিশেষ করে মোস্তাফিজ ও সাকিবকে নিয়ে আমরা ভাবছি। ফাস্ট বোলারদের চেয়ে স্পিনাররা বাড়তি কিছু সুবিধা পেতে পারে শারজার উইকেটে। আইপিএলের ম্যাচগুলোতে এই ভেন্যু ব্যবহার করা হয়েছে। এখানে স্পিনার সাকিব বিপজ্জনক হয়ে উঠতে পারেন। অবশ্য বাংলাদেশের অন্য যে স্পিনাররা আছে, তাদের কথাও ভুলে গেলে চলবে না।’

জয়ের আশাবাদ ব্যক্ত করে শানাকা বলেন, ‘আশা করছি ভালো একটি ম্যাচ হবে। কোয়ালিফায়ারে বাংলাদেশ ভালো করেছে। আমরাও ফর্মে আছি। আমাদের দিনে আমরা কতটা ভালো, তা সবাই দেখেছে। নিজেদের শক্তি কাজে লাগিয়ে আমাদের খেলতে হবে।

আগামীনিউজ/শরিফ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে