Dr. Neem on Daraz
Victory Day

নিউজিল্যান্ডে ভূমিকম্প, টের পাননি তামিম-মুশফিকরা


আগামী নিউজ | খেলা ডেস্ক প্রকাশিত: মার্চ ৫, ২০২১, ১২:৫৮ পিএম
নিউজিল্যান্ডে ভূমিকম্প, টের পাননি তামিম-মুশফিকরা

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ তিনটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে নিউজিল্যান্ড। এমনকি জারি হয়েছে সুনামি সতর্কতাও।

স্থানীয় সময় রাত ২টা ২৭ মিনিটে (শুক্রবার) ৭.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয় নিউজিল্যান্ডের উত্তর অংশে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল দেশটির উত্তর-পূর্ব উপকূলবর্তী অঞ্চলের শহর গিসবর্ন থেকে ১৮০ কিলোমিটার দূরে। প্রথমে ৭.৩ তিন মাত্রার ভূমিকম্পের পর আবার ৮.১ মাত্রার কম্পন অনুভূত হয়েছে। মাঝে আরেকটি ভূমিকম্প হয় ৭.২ মাত্রার।

তবে ভুমিকম্পের উৎপত্তিস্থল থেকে ক্রাইস্টচার্চের দূরত্ব অনেক বেশি হওয়ায় মুশফিক-তামিমরা নাকি কিছুই টের পাননি।

এক বিবৃতিতে জালাল ইউনুস জানিয়েছেন, নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলেও, টাইগার ক্রিকেটার ও দলের সঙ্গে থাকা সবাই নিরাপদেই আছেন। মূলত ভূমিকম্পের কেন্দ্র থেকে অনেক দূরে বাংলাদেশ দলের বর্তমান অবস্থান। টাইগাররা এখন রয়েছে ক্রাইস্টচার্চে। সেখান থেকে গিসবর্নের দূরত্ব প্রায় ৯০০ কিলোমিটার। ফলে ভূমিকম্পের সময় টেরই পাননি ক্রিকেটাররা। বিশেষ করে নিউজিল্যান্ডে তখন মধ্যরাত হওয়ায় দলের প্রায় সবাই গভীর ঘুমে মগ্ন ছিলেন।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে