Dr. Neem on Daraz
Victory Day

দুইদিন পর ‘বন্দিদশা’ থেকে মুক্তি টাইগারদের


আগামী নিউজ | খেলাধুলা ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২১, ০৯:০৪ পিএম
দুইদিন পর ‘বন্দিদশা’ থেকে মুক্তি টাইগারদের

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে নিউ জিল্যান্ড সফরে গিয়েছে বাংলাদেশ। ২০ মার্চ প্রথম ম্যাচ, তার ২৪ দিন আগেই সেখানে যেতে হয়েছে ক্রিকেট দলকে। কারণ কোয়ারেন্টাইনেই কাটাতে হবে দুই সপ্তাহ। এরই মধ্যে সবচেয়ে কঠিন ধাপ ‘রুম কোয়ারেন্টাইন’ শেষ করেছেন ক্রিকেটাররা। শুক্রবার সকাল থেকে মুক্ত বাতাসে তামিম ইকবালরা। তবে তাদের চলাফেরা এখনও সীমাবদ্ধ।

গত বুধবার ক্রাইস্টচার্চে পা রাখে বাংলাদেশ। নিউজিল্যান্ডে পৌঁছে তাদের সোজা চলে যেতে হয় হোটেলে, সেখানে টানা দুই দিন নিজ ঘরে বন্দি থেকেছেন তারা। শুক্রবার সকালে রুম কোয়ারেন্টাইন থেকে বের হয়েছেন প্রত্যেকে। সবার করোনা পরীক্ষায় নেগেটিভ আসায় আধঘণ্টার মতো বাইরে হেঁটেছেন সামাজিক দূরত্ব বজায় রেখে।

করোনাভাইরাস মহামারির পর প্রথমবার বিদেশ সফরে গিয়ে কোয়ারেন্টাইনে থাকার অন্যরকম অনুভূতি হচ্ছে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদের। বোর্ডের মাধ্যমে এক ভিডিও বার্তায় একেবারে ভিন্ন অভিজ্ঞতার কথা জানালেন তিনি, ‘আসলে এ রকম আইসোলেশন একটা আলাদা অভিজ্ঞতা। আর এগে কখনও এভাবে সময় কাটানো হয়নি। প্রায় ৪৮ ঘণ্টা পর আমরা ৩০-৪০ মিনিটের জন্য ২ মিটার দূরত্ব বজায় রেখে হাঁটার সুযোগ পেয়েছি, এখন আবার রুমে চলে এসেছি। টানা দুই দিন এক দম রুমে বন্দি থাকার পর এখন ভালো লাগছে।’

এমন সময়টার দ্রুত শেষ চাইছেন তাসকিন, ‘প্রথম করোনা পরীক্ষায় সবার নেগেটিভ আসার পরে আমাদের হাঁটতে দিয়েছে। তো আরও কিছু টেস্ট বাকি আছে। এর পর ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আমরা অনুশীলন শুরু করতে পারবো। তো সব মিলিয়ে আলাদা অনুভূতি। চাইবো যত দ্রুত অভিজ্ঞতাটা শেষ হোক, ততোই ভালো।’

আইসোলেশনে সময় কীভাবে কাটছে জানতে চাইলে এই পেসার বলেছেন, ‘সময় কাটছে আসলে পরিবারের সঙ্গে কথা বলে (ফোনে), সিনেমা দেখে। বিসিবি থেকে আমাদের কিছু শরীরচর্চারও ব্যবস্থা করে দিয়েছে। কিছু ব্যান্ডস আর সাইক্লিংয়ের জন্য দেওয়া হয়েছে। কিছু কাজ দেওয়া হয়েছে যে রুমে যেসব শরীরচর্চা করা সম্ভব, সেগুলো করার জন্য। তো সবমিলিয়ে এভাবেই সময়টা কেটে যাচ্ছে।’

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে