Dr. Neem on Daraz
Victory Day

স্পিন বিষে ইংল্যান্ডের পর কোহলিদেরও ভরাডুবি


আগামী নিউজ | খেলাধুলা ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২১, ০৬:০৭ পিএম
স্পিন বিষে ইংল্যান্ডের পর কোহলিদেরও ভরাডুবি

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ সিরিজের তৃতীয় টেস্ট শুরু করে প্রথম ইনিংসে মাত্র ১১২ রানে গুটিয়ে গিয়েছিল ইংল্যান্ড। ব্যাটিংয়ে ভরাডুবি হলেও বোলিংয়ে ঠিকই নিজেদের ঝলক দেখালো সফরকারী দল।

ভারতকে বেশিদূর এগোতে দেয়নি ইংলিশরা।  জো রুট-জ্যাক লিচদের ঘূর্ণির সামনে ৫৩.২ ওভারে প্রথম ইনিংসে ১৪৫ রানে গুটিয়ে গেছে বিরাট কোহলিরা।

৩ উইকেটে ৯৯ রানে দিন শুরু করেছিল ভারত। প্রথম সেশনে অবশিষ্ট ৭ উইকেট হারিয়ে মাত্র ৪৬ রান করে বিরাট কোহলির দল। এ সেশনে খেলা হয়েছে মাত্র ২০.২ বল। দিনের শুরুতে স্বাগতিক শিবিরে আঘাত করেন বাঁহাতি স্পিনার লিচ। উইকেটের বল কাট করতে গিয়ে এলবিডব্লিউ হন ৭ রানে।

এরপর ভারতের ওপেনার রোহিত শর্মাকেও আউট করেন তিনি। লেন্থ বল সুইপ করতে গিয়ে বল মিস করে এলবিডব্লিউ হন ৬৬ রান করা রোহিত। স্বাগতিকদের ইনিংসের শেষ ৫ উইকেট নেন রুট। একে একে সাজঘরে পাঠান পান্ত (১), ওয়াসিংটন সুন্দর (০), পাটেল (০), রবিচন্দ্রন অশ্বিন (১৭) ও জসপ্রিম বুমরাহকে (১) । শততম টেস্ট খেলতে নামা ইশান্ত অপরাজিত ছিলেন ১০ রানে।

ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট পেলেন রুট। ইংলিশ অধিনায়কদের মধ্যে বব উইলিসের (১৯৮৩ সালে) পর এবারই প্রথম এই কীর্তি গড়লেন রুট। এর আগে গতবছরই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। ৬.২ ওভারে ৮ রানে ৫ উইকেট নিয়েছেন অফস্পিনার। এছাড়া লিচ নিয়েছেন ৪ উইকেট।

ব্যাটিংয়ে বাজে পারফরম্যান্সের পরও ৩৩ রানের লিড পেয়েছে ভারত। গোলাপি বলের ম্যাচ খুব একটা উপভোগ্য হয়নি। দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানরা কেউ আলো ছড়াতে পারে কিনা সেটাই দেখার।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে