Dr. Neem on Daraz
Victory Day

দ. আফ্রিকাকে গুঁড়িয়ে দিয়ে বিপাকে পাকিস্তান


আগামী নিউজ | খেলাধুলা ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২১, ০৮:৩৩ পিএম
দ. আফ্রিকাকে গুঁড়িয়ে দিয়ে বিপাকে পাকিস্তান

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ করাচি টেস্টের প্রথম দিনে পাকিস্তানের বোলিং তোপে প্রথম ইনিংসে ২২০ রানে গুটিয়ে গেছে সফরকারী দক্ষিণ আফ্রিকা।।

মঙ্গলবার করাচি ন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো ছিল দক্ষিণ আফ্রিকার। কিন্তু ধীরে ধীরে প্রোটিয়াদের চেপে ধরে পাকিস্তানের বোলাররা। ইয়াসির-নোমানের স্পিন ঘূর্ণির সাথে শাহিন শাহ ও হাসান আলীর পেস তোপে বড় সংগ্রহ গড়তে পারেনি প্রোটিয়া শিবির। ফলে ধারাবাহিক বিরতিতে পড়তে থাকে উইকেট।

দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ইনিংস এসেছে ওপেনার ডিন এলগারের ব্যাট থেকে ৫৮ রান। তবে আরেক ওপেনার এডিন মারক্রাম শাহিন শাহর বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মাত্র ১৩ রান করে। ওয়ান ডাউনে নামা ভ্যান ডার ডসন ১৭ রান করে রান আউট। ফাফ ডু প্লেসিসও ইয়াসির শাহর গুগলিতে কাটা পরেন ব্যক্তিগত ২৩ রানে। মিডল অর্ডারে লড়াইটা করতে পারেননি অধিনায়ক কুইন্টন ডি কক। নোমান আলীর স্পিন বুঝতে পারেননি তিনি। ২৩ বলে ১৫ রান সম্বল প্রোটিয়া অধিনায়কের। বাভুমার অবস্থাও একই, ফেরেন ১৭ রান করে।

শেষের দিকে জর্জ লিন্ডে ও পেসার ক্যাগিসো রাবাদার ব্যাটে দুই অতিক্রম করে দক্ষিণ আফ্রিকা। লিন্ডে ৩৫ রানে হাসান আলীর শিকার হলেও ২১ রানে রাবাদা থাকেন অপরাজিত। বল হাতে পাকিস্তানের হয়ে তিন উইকেট নেন ইয়াসির শাহ। শাহিন শাহ ও নোমান আলী দুটি, হাসান আলী পান একটি উইকেট।

জবাব দিতে নেমে অবস্থা ভালো না পাকিস্তানেরও। ৩৩ রানেই ৪ উইকেট হারিয়ে বসেছে তারা। ৯ রান করে আউট হয়ে যান ওপেনার ইমরান বাট। আবিদ আলি আউট হয়ে যান ৪ রান করে। দুই অপেনার আউট হবার পর অধিনায়ক  বাবর আজম ও ক্রিজে টিকতে পারেনি বেশিক্ষণ।তিনি সাজঘরে ফিরে যান মাত্র ৭ রান করে।অন্যদিকে নাইট ওয়াচম্যান হিসেবে নামা শাহিন আফ্রিদি ফিরে যান ০ রানে।দিনের খেলা  শেষে আজহার আলি  ও ফুয়াদ আলি দুজই ব্যক্তিগত ৫ রানে করে  অপরাজিত  আছে। দঃআফ্রিকার হয়ে দুইটি উইকেট নেয় কাগিজো রাবাদা।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে