Dr. Neem on Daraz
Victory Day

অভিষেক হবে হাসান মাহমুদের!


আগামী নিউজ | খেলাধুলা ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২১, ০৫:৫০ পিএম
অভিষেক হবে হাসান মাহমুদের!

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে টাইগারদের টিম কম্বিনেশন কি হবে? সোমবার বিকেলে ভার্চুয়াল প্রেস কনফারেন্সে বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গো একাদশ নিয়ে আভাস দেয়ার পাশাপাশি সম্ভাব্য ব্যাটিং অর্ডারও জানিয়ে দিয়েছেন।

তামিম ইকবাল আর লিটন দাস ওপেন করবেন। তিন নম্বরে সাকিব আল হাসানের জায়গায় নাজমুল হোসেন শান্ত। টপ অর্ডার সৌম্য সরকারকে নিচের দিকে (৬-৭ নম্বরে) খেলানো হবে, এমন কথাও জানিয়ে দিয়েছেন ডোমিঙ্গো। সেই সাথে একাদশে তিন পেসার খেলানোর কথাও বলে দিয়েছেন টাইগার কোচ।

এখন প্রশ্ন হলো-কোন তিন পেসার খেলবেন প্রথম ওয়ানডেতে? এই প্রশ্নের সাথে আরও একটি প্রাসঙ্গিক প্রশ্নও উঁকি দিচ্ছে। তা হলো, ১৮ জনের দলে আছেন দুই তরুণ দ্রুতগতির বোলার- শরিফুল ইসলাম আর হাসান মাহমুদ। তাদের কারো কি ২০ জানুয়ারি শেরে বাংলায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক হবে?

এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গেছে-কোচ, নির্বাচক, অধিনায়ক তথা টিম ম্যানেজমেন্টের ‘প্ল্যান এ’তে নেই ওই দুই তরুণের একজনও। এমনিতে মোহাম্মদ সাইফউদ্দীনের সাথে বাঁহাতি মোস্তাফিজুর রহমান আর অভিজ্ঞ রুবেল হোসেনকে খেলানোর চিন্তা আছে।

সেখানে অন্য কোনো পেসারের অন্তর্ভুক্তির সম্ভাবনা নেই বললেই চলে। তারপরও একটা কথা আছে। একদম ভেতরের খবর, ইনজুরি কাটিয়ে দলে ফেরা সাইফউদ্দীনকে নিয়ে খানিক সংশয় আছে টিম ম্যানেজমেন্টের। সাইফউদ্দীন পুরো ছন্দে বোলিং করতে পারছেন না, এমন ধারণা টিম ম্যানেজমেন্টের ভেতরে।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কথায় মিলেছে এমন আভাস। আজ মঙ্গলবারের নেটে সাইফউদ্দীনের বোলিংটা পাখির চোখে পরখ করেছেন নির্বাচকরা। কোচ, পেস বোলিং কোচ আর নির্বাচকদের সন্তুষ্টির ওপর নির্ভর করছে সাইফউদ্দীনের প্রথম ওয়ানডেতে খেলা না খেলা।

শেষ পর্যন্ত সাইফউদ্দীন যদি খেলতে না পারেন, তাহলে কে থাকবেন একাদশে? নিশ্চয়ই ভাবছেন, তাহলে অভিজ্ঞতার বিচারে এগিয়ে থাকা তাসকিন আহমেদকে খেলানো হবে। নাহ, সাইফউদ্দীনের সম্ভাব্য বিকল্প হিসেবে তাসকিন নয়, টিম ম্যানেজমেন্টের প্রথম পছন্দ হাসান মাহমুদ।

সাইফউদ্দীন না খেললে খুলে যাবে তরুণ হাসান মাহমুদের ভাগ্য। টিম ম্যানেজমেন্ট এই দ্রুতগতির ডানহাতি পেসারকে বিকল্প ভেবে রেখেছেন। অর্থাৎ হিসেব সহজ। সাইফউদ্দীন শেষ পর্যন্ত না খেললে ২০ জানুয়ারি অভিষেক হবে হাসান মাহমুদের।

আগামীনিউজ/নাসির 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে