Dr. Neem on Daraz
Victory Day

ঝলক দেখালেন আশরাফুল


আগামী নিউজ | খেলাধুলা ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২০, ০৬:৪৭ পিএম
ঝলক দেখালেন আশরাফুল

ছবি: সংগৃহীত

ঢাকাঃ প্রত্যাশার পারদ তুঙ্গে ছিল প্রথম ম্যাচে। কিন্তু ভক্তদের হতাশ করেন মোহাম্মদ আশরাফুল। প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে ফেরার ম্যাচে মাত্র ৫ রান করেছিলেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। তবে দ্বিতীয় ম্যাচেই ভক্তদের মুখে কিছুটা হলেও হাসি ফুটিয়েছেন বিশ্বের সর্বকনিষ্ঠ এই টেস্ট সেঞ্চুরিয়ান।

রাজশাহীর হয়ে ব্যাট হাতে ২২ বলে খেলেছেন ২৫ রানের দারুণ ইনিংস। ছক্কা না হাঁকালেও তার ইনিংসে ছিল তিনটি চারের মার।

আশরাফুলের ঝলকের দিনে জিতেছে মিনিস্টার গ্রুপ রাজশাহীও। বৃহস্পতিবার বঙ্গবন্ধু টি-২০ কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সাকিব-মাহমুদউল্লাহর জেমকন খুলনাকে ৬ উইকেটে হারিয়েছে শান্ত শিবির। প্রথম ম্যাচে বেক্সিমকো ঢাকাকে হারিয়েছিল রাজশাহী। এবার তাদের শিকার খুলনাও। টানা দুই ম্যাচ জিতে প্রবল উজ্জীবিত আশরাফুলরা।

টস জিতে আগে ব্যাট করতে নেমে কাজের কাজ করতে পারেনি খুলনা। সাকিব-মাহমুদুল্লাহ ব্যাট হাতে নিষ্প্রভ। ৬ উইকেটে দলটি তোলে ১৪৬ রান। সর্বোচ্চ ৪১ রানে অপরাজিত থাকেন প্রথম ম্যাচে চার ছক্কায় দলকে জেতানো আরিফুল হক। ওপেনার বিজয় করেন ২৬ রান।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল রাজশাহী। অধিনায়ক শান্তর ফিফটি ও আশরাফুলের অপরাজিত ইনিংসের উপর ভরে ১৭.২ ওভারেই জয়ের বন্দরে পৌঁছায় রাজশাহী (১৪৭/৪)। ৩৪ বলে ছয়টি চার ও তিন ছক্কায় সর্বোচ্চ ৫৫ রানের ইনিংস খেলেন অধিনায়ক শান্ত। ২৬ রান করেন রনি তালুকদার।

আশরাফুল অপরাজিত থাকেন ২৫ রানে। বল খরচ করেছেন ২২টি। আগের ম্যাচে দ্রুত আউট হওয়ার কারণে এদিন দেখেশুনে এগিয়েছেন তিনি। শেষটা তো অসাধারণ। ১৮ বলে রাজশাহীর দরকার ছিল ৫ রান। ১৮তম ওভারে শামিমের প্রথম বলে এক রান নেন নুরুল হাসান। স্ট্রাইকে আসেন আশরাফুল। দ্বিতীয় বলে হাঁকান দারুণ বাউন্ডারি। দাপুটে জয় পায় রাজশাহী।

আগামীনিউজ/এএইচ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে