Dr. Neem on Daraz
Victory Day

ম্যারাডোনার শূন্যস্থান পূরণ হওয়ার নয়: রোনালদো


আগামী নিউজ প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২০, ১০:০৬ এএম
ম্যারাডোনার শূন্যস্থান পূরণ হওয়ার নয়: রোনালদো

ছবি; সংগৃহীত

ঢাকাঃ চলে গেলেন ফুটবলের রাজপুত্র দিয়েগো ম্যারাডোনা। বুধবার খবরটা শোনার পর থেকে নিজের কানকে বিশ্বাস হচ্ছে না অনেকের। মাত্র ষাটেই জীবনের কাছে দিয়েগোর আত্মসমর্পণে মর্মাহত তার অনুরাগীরা। যার মধ্যে রয়েছেন এই মুহূর্তে গ্রহের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। এক শোকবার্তায় ১৯৮৬ আর্জেন্টিনার বিশ্বজয়ের নায়ককে শ্রদ্ধাজ্ঞাপন করলেন পর্তুগাল অধিনায়ক।

চলতি মাসের শুরুতে ৬০তম জন্মদিন পালনের ঠিক পরেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ম্যারাডোনা। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে অস্ত্রোপচারও করা হয়েছিল তার। এরপর সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন আর্জেন্টাইন ফুটবল মায়েস্ত্রো। কিন্তু দিনকয়েক যেতে না যেতেই হাল ছাড়লেন দিয়েগো। এবার হাসপাতালের বাইরে অনুরাগীদের উৎকণ্ঠায় রাত কাটানোর আর সুযোগই দিলেন না শতাব্দীর শ্রেষ্ঠ গোল কিংবা ‘হ্যান্ড অফ গডে’র স্রষ্টা।

দিয়েগোর মৃত্যুতে এক শোকবার্তায় রোনালদো লিখলেন, ‘আজ আমি আমার এক বন্ধুকে বিদায় জানাচ্ছি এবং পৃথিবী বিদায় জানাচ্ছে একজন জিনিয়াসকে। সর্বকালের অন্যতম সেরা, এক অভাবনীয় ম্যাজিশিয়নকে।’

পর্তুগিজ তারকা আরও লেখেন, ‘বড্ড তাড়াতাড়ি উনি আমাদের ছেড়ে চলে গেলেন। কিন্তু রেখে গেলেন এক সীমাহীন সম্পত্তি এবং এক শূন্যস্থান যা কখনও পূরণ হওয়ার নয়। শান্তিতে ঘুমাও। তোমাকে কখনও ভোলার নয়।’

আগামীনিউজ/এএইচ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে