Dr. Neem on Daraz
Victory Day

৪৮ দল ২০২৬ বিশ্বকাপের ১৬ ভেন্যু ঘোষণা, দেখে নিন এক নজরে


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: জুন ১৭, ২০২২, ১২:৪৩ পিএম
৪৮ দল ২০২৬ বিশ্বকাপের ১৬ ভেন্যু ঘোষণা, দেখে নিন এক নজরে

ঢাকাঃ ২০২২ ফুটবল বিশ্বকাপ শুরু হতে এখনো ১৫৮ দিন বাকি। এরই মধ্যে পরের বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে ফিফা। ২০২৬ বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডায় হবে, সেটা আগেই জানা গিয়েছিল। গত রাতে জানা গেছে এই বিশ্বকাপের ভেন্যুও। তিন দেশের ১৬টি ভেন্যুতে হবে এই বিশ্বকাপ।

শুক্রবার বাংলাদেশ সময় ভোরে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের ভেন্যুর নাম প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

২০২৬ সালে প্রথমবারের মতো ৪৮ দেশের অংশগ্রহণে হবে ফুটবল বিশ্বকাপ। যার ফলে স্বাভাবিকভাবেই বাড়বে ম্যাচের সংখ্যা। তাই কাতার বিশ্বকাপে যেখানে খেলা হবে ৮টি মাঠে, সেখানে চার বছর পরের আসরে খেলা হবে ১৬টিতে।

ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের ১১, মেক্সিকোর তিন ও কানাডার দুইটি ভেন্যুতে হবে পুরো বিশ্বকাপের খেলা। ২০২৬ সালের বিশ্বকাপেই প্রথমবারের মতো তিন দেশ মিলিয়ে হবে একটি বিশ্বকাপ। সবশেষ ২০০২ সালে একের বেশি আয়োজক ছিল বিশ্বকাপের।

১৯৯৪ সালে যেবার বিশ্বকাপ আয়োজন করেছিল যুক্তরাষ্ট্র, তখন ফাইনাল ম্যাচটি হয় লস অ্যাঞ্জেলসের রোজ বোল স্টেডিয়ামে। তবে এবার সেই মাঠে কোনো খেলা হবে না। এর বদলে লস অ্যাঞ্জেলসের সোফি স্টেডিয়ামকে বেছে নেওয়া হয়েছে।

এক নজরে ২০২৬ বিশ্বকাপের ভেন্যু
মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম, আটলান্টা, যুক্তরাষ্ট্র
জিলেট স্টেডিয়াম, বোস্টন, যুক্তরাষ্ট্র এটি অ্যান্ড টি স্টেডিয়াম, ডালাস, যুক্তরাষ্ট্র এনআরজি স্টেডিয়াম, হিউস্টন, যুক্তরাষ্ট্র অ্যারোহেড স্টেডিয়াম, কানসাস সিটি, যুক্তরাষ্ট্র সোফি স্টেডিয়াম, লস অ্যাঞ্জেলস, যুক্তরাষ্ট্র মেটলাইফ স্টেডিয়াম, নিউইয়র্ক/ নিউজার্সি, যুক্তরাষ্ট্র হার্ড রক স্টেডিয়াম, মায়ামি, যুক্তরাষ্ট্র লিঙ্কন ফিন্যান্সিয়াল স্টেডিয়াম, ফিলাডেলফিয়া, যুক্তরাষ্ট্র লিভাইস স্টেডিয়াম, সান ফ্রান্সিসকো বে, যুক্তরাষ্ট্র লুমেন ফিল্ড স্টেডিয়াম, সিয়াটল, যুক্তরাষ্ট্র এস্তাদিও আকরোন, গুয়াদালাহারা, মেক্সিকো এস্তাদিও আজতেকা, মেক্সিকো সিটি, মেক্সিকো এস্তাদিও বিবিভিএ বানকোমার, মন্তেরেই, মেক্সিকো বিএমও ফিল্ড, টরন্টো, কানাডা বিসি প্লেস, ভ্যানকুভার, কানাডা।

এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে