Dr. Neem on Daraz
Victory Day

হতাশার বোলিং সেশন বাংলাদেশের


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: মে ২৪, ২০২২, ০৩:২০ পিএম
হতাশার বোলিং সেশন বাংলাদেশের

ঢাকাঃ দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে দারুণ শুরু করেছেন দুই লঙ্কান ওপেনার। বাংলাদেশকে প্রথম ইনিংসে ৩৬৫ রানে গুটিয়ে দেওয়ার পর উদ্বোধনী জুটিতেই শ্রীলঙ্কা শতরানের কাছে পৌঁছে গেছে। ২২ ওভার শেষে বিনা উইকেটে ৮৪ রান তুলে চা বিরতিতে গেছে লঙ্কানরা।

দ্রুত ব্যাট চালিয়ে পঞ্চম ফিফটি ‍তুলে নিয়েছেন ওশাডা ফার্নান্ডো। ব্যাট করছেন ৫২ রানে। অধিনায়ক দিমুথ করুনারত্নে দেখেশুনে খেলে ক্রিজে রয়েছেন ৩১ রানে। সফরকারীরা পিছিয়ে ২৮১ রানে। 

প্রথম ওভারেই ফিরে যেতে পারতেন ওশাডা ফার্নান্ডো। খালেদ আহমেদের বল ব্যাটে লেগেছে ভেবে আম্পায়ার আঙুল তুলে দিলেও রিভিউ নেন লঙ্কান ব্যাটার। রিভিউতে দেখা যায় বল প্যাডে লেগে কিপারের গ্লাভসে জমা পড়েছে।

১৪.৪ ওভারে তাইজুলের বলে লেগ বিফোরের আবেদন উঠেছিল। এবারও ব্যাটার ওশাডা। আম্পায়ার আউট দেননি যদিও। বাংলাদেশ রিভিউ নিলে দেখা যায় বল স্টাম্পে আঘাত করলেও আম্পায়ার্স কলে বেঁচে যান লঙ্কান ওপেনার।

১৮তম ওভারে তো সূবর্ণ সুযোগটি নষ্ট করেন সাকিব। তার বলে ওশাডা ফিরতি ক্যাচ দিয়েছিলেন। কিন্তু সাকিব তা হাতেই জমাতে পারলেন না।

তার আগে টস জেতা বাংলাদেশ প্রথম ইনিংসে থেমেছে ৩৬৫ রানে। গতকালকের মতো আজকের প্রথম সেশনেও আক্রমণ হানে লঙ্কান পেস বোলিং। তাছাড়া পুরোটা সময় লঙ্কানদের ভুগিয়েছে লিটন-মুশফিক জুটি। দ্বিতীয় দিনের প্রথম সেশনে লিটন দাস ফিরতেই বেশি দূর যায়নি বাংলাদেশের ইনিংস। দ্বিতীয় সেশনে কয়েক ওভার খেলার পর ১১৬.২ ওভারে গুটিয়ে গেছে স্বাগতিকদের ইনিংস।

মিরপুরে দ্বিতীয় দিনের সকালটা নিজেদের বলতেই পারে শ্রীলঙ্কা। ২৮ ওভার বল করে ৮৪ রান দিয়েছে। বিনিময়ে ৪ উইকেট তুলে নিয়ে লাঞ্চের আগেই বাংলাদেশের প্রথম ইনিংসটা সমাপ্তির পথে দাঁড় করিয়ে দিয়েছে। ২৪৬ বলে ১৪১ রান করা লিটনকে ফিরিয়ে যার শুরুটা করেন কাসুন রাজিথা। তাতে ২৭২ রানের রেকর্ড গড়া জুটি ভাঙার পর বেশিক্ষণ টেকেনি স্বাগতিকদের প্রতিরোধ।   

তবে লঙ্কানদের পুরোপুরি স্বস্তিও পেতে দেননি মুশফিকুর রহিম। অপরাজিত ১৭১ রানের ইনিংসে খেলে বাধা হয়ে ছিলেন অনেকক্ষণ। বিরতির পর ফিরে রান তুলতে থাকলেও সঙ্গী এবাদত টিকে থাকতে পারলেন না। দ্রুত রান নেওয়ার তাড়ায় রান আউট হতেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। মুশফিকুর রহিম অবশ্য ৩৫৫ বলে ১৭৫ রানের নিখুঁত টেস্ট ইনিংস খেলে অপরাজিত থেকেছেন।  

লঙ্কানদের সেরা বোলার ছিলেন দুই পেসার কাসুন রাজিথা ও আসিথা ফার্নান্ডো। রাজিথা ৬৪ রানে নিয়েছেন ক্যারিয়ার সেরা ৫ উইকেট। আসিথা ৯৩ রানে নেন ৪টি।প্রবীণ জয়াবিক্রমা ৩৮ ওভার বল করলেও উইকেট পাননি কোনও।

এমবুইউ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে