Dr. Neem on Daraz
Victory Day

কলকাতার হয়ে সাকিবের নববর্ষের শুভেচ্ছা


আগামী নিউজ | খেলাধুলা ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২১, ০৪:০২ পিএম
কলকাতার হয়ে সাকিবের নববর্ষের শুভেচ্ছা

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ বাংলাদেশের একদিন পর বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বাংলা নববর্ষ উদযাপন করছে ভারতের পশ্চিমবঙ্গ। বাংলা ভাষাভাষী রাজ্যটির আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সও তাতে শামিল হয়েছে। তারা নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশের বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসানের মাধ্যমে।

কলকাতা নাইট রাইডার্স বাংলার দল। অথচ এই দলে বাঙালি কোনও ক্রিকেটার নেই। এদিকে বাংলার সব রীতি পালন করতে দেখা যাচ্ছে নাইটদের। এই যেমন বৃহস্পতিবার বাংলার নববর্ষ। নাইট রাইডার্সের তরফে সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সাকিব আল হাসান।

এ দিকে নাইট রাইডার্সের দলে কখনও কোনও বাঙালি ক্রিকেটার সে ভাবে সুযোগ পাননি। এ বারও সেই একই ধারা চলছে। এটা নতুন কিছু নয়। শাকিব বাংলাদেশের ক্রিকেটার হওয়ায়, একমাত্র বাংলা বলতে পারেন। কোনও প্রয়োজনে বাংলা বলার দরকার পড়লে, তাঁকে দিয়েই কাজ চালানো হচ্ছে।

আইপিএলে নাইট রাইডার্স এই মুহূর্তে বেশ চাপেই রয়েছে। শেষ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জেতা ম্যাচ রোহিত শর্মাদের হাতে তুলে দিয়ে এসেছে তারা। প্রথম ম্যাচ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জিতে আশার আলো জাগিয়েছিল কলকাতার দলটি। কিন্তু দ্বিতীয় ম্যাচেই মুখ থুবড়ে পড়ে। এখন সেই হারের কারণ নিয়ে কাটাছেঁড়া চলছে।

১৮ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সঙ্গে পরের ম্যাচ রয়েছে নাইটদের। বিরাট কোহলির দল পরপর দু'টি ম্যাচ জেতায় এখন তাদের আত্মবিশ্বাস তুঙ্গে। সেখানে নাইটরা মুম্বইয়ের কাছে হেরে বড় ধাক্কা খেয়েছে। তারা চাইবে, ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে।

জাতীয় দলের জার্সিতে ইয়ন মর্গ্যানকে বারবার হারতে হয়েছে বিরাটের কাছে। এ বার আইপিএলের জার্সি গায়ে আরসিবি অধিনায়ককে কি আটকাতে পারবে কেকেআর অধিনায়ক? দেখার জন্য এখন অপেক্ষা করতেই হবে।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে