Dr. Neem on Daraz
Victory Day

পুরস্কারস্বরূপ ১ মিলিয়ন ডলার পাচ্ছে বিরাট কোহলিরা


আগামী নিউজ | খেলাধুলা ডেস্ক প্রকাশিত: মার্চ ৮, ২০২১, ০৩:৪৮ পিএম
পুরস্কারস্বরূপ ১ মিলিয়ন ডলার পাচ্ছে বিরাট কোহলিরা

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ ঘরের মাঠে ইংল্যান্ডকে সিরিজ হারিয়ে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে ভারত। আর তাই পুরস্কারস্বরূপ ১ মিলিয়ন ডলার পাচ্ছে বিরাট কোহলিরা।

এপ্রিলেই কোহলির হাতে তুলে দেওয়া হবে টেস্ট চ্যাম্পিয়নশিপ মেস। ২০০৩ সালে টেস্ট র‍্যাঙ্কিং চালু করার পর ২০১৬ তে এসে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দলের জন্য স্বীকৃতিস্বরূপ টেস্ট চ্যাম্পিয়নশিপ মেস আনে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা- আইসিসি। মূলত প্রতি বছরই মেস তুলে দেওয়া হয়েছে শীর্ষ দলকে। এবারও তার ব্যতিক্রম নয়। ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টের আগে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে দুইয়ে ছিল ভারত।

শুধু টেস্ট মেসই নয়, র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠায় পুরস্কারস্বরূপ এক মিলিয়ন ডলার অর্থাৎ বাংলাদেশি অঙ্কে ৮ কোটি ৪৭ লাখ টাকা ৫৫ হাজার টাকা পাবে ভারত। ২০১৬ সালে এটি শুরু করার পর টানা পঞ্চমবারের মতো টেস্ট মেস হাতে উঠতে চলেছে কোহলির হাতে। পহেলা এপ্রিল পর্যন্ত র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থান ধরে রাখতে পারলে ৪ কোটি ২৩ লাখ ৭৭ হাজার সম্মানী পাবে নিউজিল্যান্ড।

উল্লেখ্য, গতকালই টেস্ট র‍্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। ১২২ রেটিং নিয়ে শীর্ষে রয়েছে ভারত। কোহলিদের চেয়ে চার রেটিং কম, ১১৮ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড। ১১৩ রেটিং নিয়ে তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া।কোহলিদের চেয়ে চার রেটিং কম, ১১৮ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড। ১১৩ রেটিং নিয়ে তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। তবে এবার টেস্ট র‍্যাঙ্কিংয়ে আফগানিস্তানের নিচে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। আফগানরা যেখানে র‍্যাঙ্কিংয়ের নয়ে অবস্থান করছে সেখানে বাংলাদেশ রয়েছে দশম স্থানে।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে