Dr. Neem on Daraz
Victory Day

শ্রীলঙ্কায় আসছে ওয়েস্ট ইন্ডিজ


আগামী নিউজ | খেলাধুলা ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২১, ১২:১৮ পিএম
শ্রীলঙ্কায় আসছে ওয়েস্ট ইন্ডিজ

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে রেখে বাংলাদেশ সফরে এসে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ জিতেছিল ঠিকই, তবে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হতে হয়েছিল। সেই কারণেই কিনা আটঘাঁট বেঁধেই শ্রীলঙ্কায় সিরিজ খেলতে আসছেন ক্যারিবিয়ানরা। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ।

দু'বছর পর দলে ফিরেছেন ক্রিস গেইল। টি-টোয়েন্টি দলে ফেরা গেইল ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বশেষ খেলেছিলেন ২০১৯ সালে। ডানহাতি পেসার ফিডেল এডওয়ার্ডকেও দলে ফিরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৩৯ বছর বয়সী এই পেসার জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছিলেন ২০১২ সালে, বাংলাদেশের বিপক্ষে।

বাংলাদেশের বিপক্ষে সিরিজে দারুণ পারফর্মের পুরস্কার হিসেবে প্রথমবার টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন আকিল হোসেন। প্রথমবার ডাক পেয়েছেন কেভিন সিনক্লেয়ারও। টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিবেন যথারীতি কাইরন পোলার্ড। আর দলে ফেরা জেসন হোল্ডার নেতৃত্ব দিবেন ওয়ানডে দলকে।

আগামী ৩ মার্চ থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজটি। সিরিজের বাকি দুই ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে ৫ ও ৭ মার্চ। ১০ তারিখে মাঠে গড়াবে ওয়ানডে সিরিজটির প্রথম ম্যাচটি। ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচ ১২ ও ১৪ তারিখে।

ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি স্কোয়াড: কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান, ফাবিয়ান অ্যালেন, ডোয়াইন ব্রাভো, ফিদেল এডওয়ার্ডস, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, জেসন হোল্ডার, আকিল হোসেন, এভিন লুইস, ওবেদ ম্যাকয়, রভম্যান পাওয়েল, লেন্ডল সিমন্স এবং কেভিন সিনক্লেয়ার।

ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে স্কোয়াড: কাইরন পোলার্ড (অধিনায়ক), শেই হোপ, ফাবিয়ান অ্যালেন, ড্যারেন ব্রাভো, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, এভিন লুইস, কাইল মায়ারস, জেসন মোহাম্মদ, নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড ও কেভিন সিনক্লেয়ার।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে