Dr. Neem on Daraz
Victory Day

রহমত শাহের সেঞ্চুরিতে আফগানদের বড় জয়


আগামী নিউজ | খেলাধুলা ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২১, ০৮:১০ পিএম
রহমত শাহের সেঞ্চুরিতে আফগানদের বড় জয়

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে রহমত শাহের সেঞ্চুরি এবং হাসমতউল্লাহ শাহীদির হাফ-সেঞ্চুরিতে আয়ারল্যান্ডকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে পল স্টার্লিংয়ের সেঞ্চুরিতে ২৫৯ রান করে আয়ারল্যান্ড। জবাবে ৪৫.২ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ২৬০ রান করে আফগানরা। এ জয়ের ফলে সিরিজে ২-০ তে এগিয়ে গেল আসগর আফগান বাহিনী।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি আইরিশদের। দলীয় মাত্র ২০ রানেই সাজঘরে ফেরেন ওপেনার কেভিন ও’ব্রাইন এবং অধিনায়ক এন্ডি বালবির্নি। এরপর তৃতীয় এবং চতুর্থ উইকেট পার্টনারশিপে যথাক্রমে হ্যারি হেক্টর এবং ক্যাম্পেরকে সঙ্গে নিয়ে দলীয় স্কোর বাড়াতে থাকেন ওপেনার পল স্টার্লিং। শেষ পর্যন্ত স্টার্লিংয়ের ১২৮, ক্যাম্পেরের ৪৭ এবং হেক্টরের ২৪ রানের সুবাধে নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেটে ২৫৯ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে আফগানরা। দ্রুতই সাজঘরে ফেরেন দুই ওপেনার। এরপর তৃতীয় উইকেট পার্টনারশিপে হাসমতউল্লাহ-রহমত মিলে ১৮৪ রানের জুটি গড়েন। হাসমতউল্লাহ আউট হয়েছেন ৮২ রানে। অন্যদিকে নিজের সেঞ্চুরি পূর্ণ করেন রহমত শাহ। ১০৩ রানে অপরাজিত থাকেন তিনি। অন্যদিকে ২১ রানে অপরাজিত থাকেন আসগর আফগান।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে