Dr. Neem on Daraz
Victory Day

সবসময়ের মতো দায় আমি নিচ্ছি: জিদান


আগামী নিউজ | খেলাধুলা ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২১, ০১:৫৬ পিএম
সবসময়ের মতো দায় আমি নিচ্ছি: জিদান

রিয়ালের কোচ জিনেদিন জিদান। ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ এক সপ্তাহের মধ্যে দুটি প্রতিযোগিতা থেকে ছিটকে গেলো রিয়াল মাদ্রিদ। গত বৃহস্পতিবার অ্যাথলেটিক বিলবাওর কাছে হেরে সেমিফাইনালে শেষ হয় তাদের স্প্যানিশ সুপার কাপ মিশন। সাত দিন পর গতকাল বুধবার ১০ জন নিয়ে তৃতীয় স্তরের দল আলকয়ানো কোপা দেল রে থেকে হটিয়ে দিলো স্প্যানিশ জায়ান্টদের। এই দুটি ম্যাচের আগে লা লিগায় ওসাসুনার মাঠে গোলশূন্য ড্র করে তারা। সবশেষ অঘটন নিঃসন্দেহে কোচ জিনেদিন জিদানের ওপর চাপ বাড়িয়ে দিলো।

ম্যাচে খেলোয়াড়দের পারফরম্যান্সে কোনও সমস্যা দেখছেন না জিদান। তবে খেলোয়াড়দের সমর্থন তার ওপরে আছে কিনা জানতে চাইলে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমি মনে করি আছে কিন্তু আপনারাই তাদের জিজ্ঞাসা করুন (আমার ওপর সমর্থন আছে কিনা)। আমরা ভালো করেছি, গত কয়েকটি খেলায় তা হয়নি। শেষ কয়েকটি ম্যাচ বাদ দিলে এই মৌসুম ভালো ছিল। কী করা দরকার সেটার দিকে মনোযোগ দিতে হবে।’

এই ব্যর্থতার দায় নিজের কাঁধে নিলেন রিয়ালের ফরাসি কোচ, ‘হেরে গেলে অনেক কথা হয়। আমি দায় নিচ্ছি। যা হওয়ার তাই হবে। আমি খুব শান্ত আছি, খেলোয়াড়রা ম্যাচটা জিততে চেয়েছিল। তাদের চেষ্টা ছিল, কিন্তু মাঝেমধ্যে অন্য কিছু হয়ে যায়। সবসময়ের মতো দায় আমি নিচ্ছি। দ্বিতীয় গোল হলে ম্যাচটা অন্যরকম হতো, ফুটবল এমনই। গোলকিপার দুই-তিনটি শট ঠেকিয়েছে, আমাদের দ্বিতীয় গোলটা করতে দেয়নি।’

২-১ গোলে হারের পর এই মুহূর্তটাকে কীভাবে দেখছেন জিদান, জবাবে লুকাননি হতাশা, ‘এটা কঠিন মুহূর্ত, আমরা কোপা থেকে ছিটকে গেলাম। এটা সহজ নয়, কারণ আমরা সেগুন্দা বি দলের বিপক্ষে খেললাম, জিততে হতো এই ম্যাচ। তবে এটা লজ্জার নয়। এমনটা হতেই পারে। আমাদের কাজ করে যেতে হবে। আমাদের উন্মাদ হওয়া চলবে না।’

আগামীনিউজ/নাসির 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে