Dr. Neem on Daraz
Victory Day

চোটমুক্ত মাহমু্দউল্লাহকে পাচ্ছে চট্টগ্রাম


আগামী নিউজ | ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০১৯, ০৯:৩৭ পিএম
চোটমুক্ত মাহমু্দউল্লাহকে পাচ্ছে চট্টগ্রাম

ছবি সংগৃহীত

ঢাকা: চোটের কারণে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিবিপিএল) শুরু থেকেই মাঠে নামতে পারেননি মাহমু্দউল্লাহ রিয়াদ। ফলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে প্রথম দু’টি ম্যাচ মিস করেন এই অলরাউন্ডার। তবে শনিবার চোটমুক্ত মাহমু্দউল্লাহকে পাচ্ছে বন্দর নগরীর দলটি।

গেল মাসে কলকাতার ইডেন গার্ডেন্সে ভারতের বিপক্ষে দিবা-রাত্রির টেস্টে হামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন এই অলরাউন্ডার। অবশেষে শনিবার (১৪ ডিসেম্বর) ঢাকার প্রথম পর্বের শেষ দিনে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে মাঠে নামছেন মাহমু্দউল্লাহ। এমনটাই জানিয়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ম্যানেজার ফাহিম মুনতাসির সুমিত ও ডান-হাতি লেগ-স্পিনার জুবায়ের হোসেন লিখন।

শুক্রবার সুমিত জানান, ‘আলহামদুলিল্লাহ ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়েছে মাহমু্দউল্লাহ। আমরা অফিসিয়ালি সংকেত পেয়েছি। কালকের ম্যাচে তাকে আমরা পাচ্ছি। শতভাগ ফিট সে।’

লিখন বলেন, ‘রিয়াদ ভাই ফিরে আসাটা আমাদের জন্য অনেক বড় পাওয়া হবে। যেহেতু আগের ম্যাচে আমরা হেরেছি। মাহমু্দউল্লাহ ভাই ফিরবেন, ভালো করবেন, দলও কামব্যাক করবে সে আশায় আমরা আছি। রিয়াদ ভাই আজ ব্যাটিং, বোলিং, ফিল্ডিং করেছেন। সবমিলিয়ে খুব ফিটই লেগেছে তাকে।’

এখন পর্যন্ত বিপিএলে দু’টি ম্যাচ খেলেছে চট্টগ্রাম। একটি করে জয় ও হার তাদের। প্রথম ম্যাচে সিলেট থান্ডারকে ৫ উইকেটে ও দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সকে ৮ উইকেটে হারায় তারা। আগামীকাল রংপুর রেঞ্জার্সের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামবে চট্টগ্রাম। কালকের ম্যাচ দিয়ে শেষ হবে ঢাকা পর্ব। এরপর চট্টগ্রামে শুরু হবে পরের পর্ব। তাই ঢাকা থেকে জয় নিয়ে নিজেদের মাঠের পর্ব শুরু করতে চাইছে চট্টগ্রাম।

রংপুর রেঞ্জার্সের বিপক্ষে চট্টগ্রামের কি পরিকল্পনা, এ ব্যাপারে সুমিত বলেন, ‘আগামীকাল আমরা ওয়ান বাই ওয়ান পরিকল্পনা করতেছি। পরের ম্যাচ আমাদের রংপুর রেঞ্জার্সের সাথে ম্যাচ। ইতোমধ্যে আমরা দু’টো ম্যাচ খেলেছি। গতকাল আমাদের জন্য বাজে দিন ছিল, আমরা ভালোভাবে কামব্যাক করবো।’

প্রথম দু’ম্যাচে খেলার সুযোগ পাননি লেগ-স্পিনার লিখন। তবে সুযোগ পেলে নিজের সেরা পারফরমেন্সই করবেন বলে জানালেন তিনি, ‘নিজেকে যেভাবে প্রস্তুত করতে হয় সেভাবেই করেছি। অপেক্ষায় আছি মাঠে নামার। সুযোগ পেলে এতদিন যে পরিশ্রম করেছি সেটা প্রয়োগ করতে চাই, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা থাকবে।’

আগামী নিউজ/জেডআই

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে