Dr. Neem on Daraz
Victory Day

মাশরাফীদের দেখতে শেরে বাংলায় বাড়ছে দর্শক


আগামী নিউজ | ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০১৯, ০৭:২৭ পিএম
মাশরাফীদের দেখতে শেরে বাংলায় বাড়ছে দর্শক

ঢাকা : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসরটি তার নামেই উৎসর্গ করা হয়েছে। গত ৯ ডিসেম্বর বলিউড তারকাদের চোখ-ধাঁধানো পারফর্মের মধ্যে দিয়ে পর্দা উঠেছে টুর্নামেন্টের। গেলৈ বুধবার উদ্বোধনী ম্যাচে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গ্যালারি ছিল প্রায় পুরোটাই ফাঁকা।  

এমনকি পরের দিনও একই চিত্র। হাতে গুনে বলার মত অবস্থা ছিলো দর্শকদের সংখ্যা। এবারের বিপিএল পরিপূর্ণ হচ্ছিলো না দর্শকছাড়া। অবশেষে আজ দর্শক পেল ‘বঙ্গবন্ধু বিপিএল’। প্রথম দু’দিনের তুলনায় দর্শক বেড়েছে অনেকখানি। দ্বিতীয় ম্যাচের আগে মাঠে প্রায় পাঁচ হাজার দর্শক।

বিপিএলের তৃতীয় দিন গ্যালারি দর্শকে ভড়ে উঠার দু’টি কারনও প্রকাশ পেয়েছে। প্রথমটি সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার হওয়াতে। দ্বিতীয়টি আজ দিনের সন্ধ্যার ম্যাচে মাঠে নামবেন দেশসেরা দুই খেলোয়াড় মাশরাফি বিন মর্তুজা ও তামিম ইকবাল। দু’জনই মাঠে নামবেন ঢাকা প্লাটুনের জার্সি গায়ে। আজ ঢাকার দ্বিতীয় ম্যাচ। গতকাল নিজেদের প্রথম ম্যাচে ঢাকা ৯ উইকেটের বড় ব্যবধানে হারে রাজশাহী রয়্যালসের কাছে। শুক্রবার ঢাকার প্রতিপক্ষ কুমিল্লা ওয়ারিয়র্স। যারা নিজেদের প্রথম ম্যাচে রংপুর রেঞ্জার্সকে ১০৫ রানের বড় ব্যবধানে হারায়।

ছুটির দিনে খেলা দেখতে আসা বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্র বলেন, ‘আজ শুক্রবার। ক্লাস নেই। এছাড়া আজ মাশরাফি-তামিমের খেলা রয়েছে। গত ম্যাচেও আমি গ্যালারিতে ছিলাম। কিন্তু মাশরাফি-তামিম ভালো পারফরমেন্স করতে পারেনি। আশা করছি, আজ ভালো কিছু করে দেখাবে তারা।’

বেসরকারী ব্যাংকের এক কর্মকর্তা বলেন, ‘প্রতিটি বিপিএলেই কিছু ম্যাচ দেখা হয়। এবারও দেখবো বলে আশায় ছিলাম। আজ অফিস বন্ধ, তাই দুপুরের পর স্টেডিয়ামে টিকিট বিক্রির বুথ থেকে টিকিট কিনেছি। আসল লক্ষ্য তামিম-মাশরাফির খেলা দেখা। এছাড়া ঢাকার দলে পাকিস্তানের শহিদ আফ্রিদিও আছে। আজ ঢাকা জিতবে বলে আমি আশাবাদি।’

আগামী নিউজ/জেডআই

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে