Dr. Neem on Daraz
Victory Day

ফিফা র‍্যাঙ্কিংয়ে আগের অবস্থানেই বাংলাদেশ


আগামী নিউজ | খেলাধুলা ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২০, ১০:৪৪ পিএম
ফিফা র‍্যাঙ্কিংয়ে আগের অবস্থানেই বাংলাদেশ

ফাইল ছবি

ঢাকাঃ নির্বাচনী আমেজ বাংলাদেশ ফুটবলে। এর মধ্যেই আন্তর্জাতিক ফুটবলের নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করেছে ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফা।

করোনার কারণে দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার বৃহস্পতিবার নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা। প্রকাশিত তালিকায় অবশ্য ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল ছাড়া শীর্ষ চারে কোনো পরিবর্তন নেই।

আগের মতোই সবার ওপরে আছে বেলজিয়াম। পরের তিনটি স্থানের দেশগুলোও যার যার অবস্থানে অনড়। অর্থাৎ দ্বিতীয় স্থানে ২০১৮ বিশ্বকাপ জয়ী ফ্রান্স, রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ৩য় স্থানে আছে। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড আগের মতোই চতুর্থ স্থানটি ধরে রেখেছে।

তবে উয়েফা নেশন্স লিগে ক্রোয়েশিয়া এবং সুইডেনের বিপক্ষে জয় পাওয়ায় দুই ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠেছে তারা। অপরিবর্তিত তালিকায় রয়েছে বাংলাদেশ, কাতার এবং আফগানিস্তান। নতুন ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮৭তম। কাতারের অবস্থান ৫৫তম।

বাংলাদেশের অবস্থান অপরিবর্তনীয় থাকলেও পতন ঘটেছে ভারতের। এক ধাপ পিছিয়ে ভারত এখন ১০৯ নম্বরে। পর্তুগালের উন্নতি হয়েছে স্পেন, ইতালি, নেদারল্যান্ডস এবং জার্মানির। একধাপ এগিয়ে সাত নম্বরে এসেছে স্পেন।

আগামীনিউজ/আশা

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে