Dr. Neem on Daraz
Victory Day

দর্শকবিহীন মাঠে ফিরছে ক্রিকেট


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: জুন ৩, ২০২০, ১১:১৮ এএম
দর্শকবিহীন মাঠে ফিরছে ক্রিকেট

ছবি সংগৃহীত

ঢাকা: করোনার কারণে পুরো বিশ্বেই থমথমে অবস্থা। তবে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় ফুটবল মাঠে ফিরেছে। এবার ফিরতে যাচ্ছে ক্রিকেট। আগামী জুলাইতেই ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজ দিয়ে ক্রিকেট মাঠে ফিরতে যাচ্ছে।

জুলাইয়ে নিজেদের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২১ দিনের মধ্যে ৩ টেস্ট খেলবে ইংল্যান্ড। ম্যাচগুলো হবে ক্লোজড ডোর বা দর্শকবিহীন মাঠে। এমনটাই ঘোষণা দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড।

সাউদ্যাম্পটনে দুই দলের প্রথম টেস্টটি হবে ৮ জুলাই। পরের দুই টেস্ট হবে ১৬ জুলাই আর ২৪ জুলাই। দুটি ম্যাচই হবে ল্যাঙ্কাশায়ারে। তবে তৃতীয় ভেন্যু হিসেবে এজবাস্টনকে প্রস্তুত রাখা হবে। কোনো আকষ্মিক ঘটনায় অন্য দুই ভেন্যুতে ম্যাচ চালনা সম্ভব না হলে খেলা হবে এজবাস্টনে।

সিরিজ সামনে রেখে ইতিমধ্যে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা আইসিসি নিয়ম মেনে অনুশীলন শুরু করেছে।

আগামীনিউজ/মিজান 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে