Dr. Neem on Daraz
Victory Day

ত্রাণ তহবিল বাড়াতে ভারত-পাকিস্তান সিরিজ 


আগামী নিউজ | খেলা ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৯, ২০২০, ০৩:০৫ পিএম
ত্রাণ তহবিল বাড়াতে ভারত-পাকিস্তান সিরিজ 

করোনাভাইরাস মোকাবেলায় গঠন করা ত্রাণ তহবিল বাড়াতে ভারত-পাকিস্তান সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছেন শোয়েব আখতার। তহবিল বাড়াতে দুই দেশের ক্রিকেট লড়াই বড় ভূমিকা রাখবে বলে মনে করেন সাবেক এই পাকিস্তানী পেসার। এসএটিভি।

তবে, এখনই নয়, করোনার ভয়াবহতা শেষ হলে এটি করার প্রস্তাব শোয়েব আখতারের। রাজনৈতিক বৈরিতায় ২০০৭ সালের পর পূর্ণাঙ্গ সিরিজ খেলেনি ভারত-পাকিস্তান। আইসিসির ইভেন্ট ও এশিয়া কাপেই কেবল দেখা হয় প্রতিবেশী দেশ দু’টির। তবে করোনাভাইরাসের প্রভাবে কঠিন সংকটের মুহূর্তে ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনের প্রয়োজনীয়তা অনুভব করছেন শোয়েব আখতার।

 
করোনাভাইরাসের কারণে মৃত্যুর মিছিলের সঙ্গে নিম্ন আয়ের ও অসহায় মানুষ কষ্টের জীবন পার করছেন। তাদের জন্য গঠন করা হয়েছে বিভিন্ন তহবিল। সেটি আরও বাড়াতে ভারত-পাকিস্তানের ম্যাচ চান রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। মূলত তহবিল সংগ্রহের জন্যই সাবেক পাকিস্তানি পেসারের এমন পরিকল্পনা।

আগামীনিউজ/বিজয়

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে