Dr. Neem on Daraz
Victory Day

দর্শকশূন্য মাঠে ফিরতে চায় অস্ট্রেলিয়া


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৫, ২০২০, ১০:২০ এএম
দর্শকশূন্য মাঠে ফিরতে চায় অস্ট্রেলিয়া

ঢাকা : মহামারি আকার ধারণ করা করোনায় টালমাটাল গোটা বিশ্ব। হু হু করে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বিশ্বের অন্তত ১৩১টি দেশে চলছে লকডাউন। উদ্ভূত পরিস্থিতিতে স্থগিত খেলাধুলার সব ইভেন্ট। 

এদিকে, দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচ চালিয়ে যাওয়ার পক্ষে মত দিয়েছেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের কোচ জাস্টিন ল্যাঙ্গার। প্রাণঘাতী এ ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আগে অস্ট্রেলিয়া সর্বশেষ ম্যাচটি খেলেছিল দর্শকশূন্য স্টেডিয়ামে গত ১৩ মার্চ। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডের পর তিন ম্যাচের সিরিজ শেষ না করেই দেশে ফিরতে হয় অজিদের। এবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আবারো মাঠে ফিরতে চান অজি কোচ।

বিবিসি রেডিওতে এক সাক্ষাৎকারে দর্শকশূন্য স্টেডিয়ামে ক্রিকেট ফেরার পক্ষে মত দিলেন অস্ট্রেলিয়ার কোচ। আগামী জুনে দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। এর আগে দর্শকশূন্য স্টেডিয়ামে ক্রিকেট ফেরানোর সমর্থন দিয়েছিলেন ইংলিশ অধিনায়ক এউইন মর্গ্যান।

আগামীনিউজ/মিজান 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে