Dr. Neem on Daraz
Victory Day

ইংলিশ ক্লাবগুলো বেতন কম দিতে চায় 


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৫, ২০২০, ০৮:৪৭ এএম
ইংলিশ ক্লাবগুলো বেতন কম দিতে চায় 

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো করোনাভাইরাসের সংকটকালীন ৩০ শতাংশ বেতন কম নিতে ফুটবলারদের সঙ্গে আলোচনা করেছে।

ক্লাবগুলোর সঙ্গে বৈঠকের পর শুক্রবার লিগ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, সব ক্লাব এ ব্যাপারে সর্বসম্মতভাবে একমত হয়েছে। একই সঙ্গে ইংলিশ ফুটবল লিগ ও ন্যাশনাল লিগের ক্লাবগুলোকে ১২৫ মিলিয়ন পাউন্ড অগ্রিম দেবে প্রিমিয়ার লিগ।

পাশাপাশি যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সংস্থাকে তারা অনুদান দেবে ২০ মিলিয়ন পাউন্ড। আপাতত ৩০ এপ্রিল পর্যন্ত প্রিমিয়ার লিগসহ সব ধরনের ফুটবল স্থগিত রয়েছে ইংল্যান্ডে। মে মাসের শুরুতেও লিগ শুরুর সম্ভাবনা নেই, জানিয়েছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিরাপদ ও উপযুক্ত হলেই কেবল লিগ শুরু হবে।

করোনাভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক জটিলতা নিরসনে ইউরোপের অনেক শীর্ষ ক্লাবই খেলোয়াড়দের বেতন কাটার সিদ্ধান্ত নিয়েছে। প্রিমিয়ার লিগের খেলোয়াড়দেরও বেতন কম নেয়া উচিত বলে বৃহস্পতিবার মন্তব্য করেন যুক্তরাজ্যের স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানকক।

আগামী নিউজ/নাঈম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে