Dr. Neem on Daraz
Victory Day

৭০ শতাংশ বেতন কম নেবেন মেসি-সুয়ারেজরা 


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: মার্চ ৩১, ২০২০, ১০:২৫ এএম
৭০ শতাংশ বেতন কম নেবেন মেসি-সুয়ারেজরা 

ঢাকা: করোনাভাইরাসে বর্তমান সংকটকালীন পরিস্থিতিতে মূল বেতনের ৭০ শতাংশ কম নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন বার্সেলোনার খেলোয়াড়রা। 

স্প্যানিশ ফুটবল ক্লাবটির অধিনায়ক লিওনেল মেসি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন। এরপর বার্সেলোনার পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে ইতালিয়ান ক্লাব জুভেন্তাসের ফুটবলাররা চার মাসের বেতন না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে অবশ্য গণমাধ্যমে খবর বেরিয়েছিল, বার্সেলোনা কর্তৃপক্ষ মেসিদের বেতন কাটতে চাইলেও খেলোয়াড়রা তাতে রাজি হচ্ছেন না। ক্লাবের পক্ষ থেকে খেলোয়াড়দের চাপ দেওয়া হবে এমন খবরও এসেছে।

তবে মেসি এদিন তার বিবৃতিতে বলেছেন, সবকিছুর আগে পরিষ্কার করতে চাই, বেতন কমানোর পক্ষে আমরা বরাবরই ছিলাম। কারণ, আমরা জানি এটা বিশেষ এক পরিস্থিতি। আমরা সব সময়ই ক্লাবকে সাহায্য করার ক্ষেত্রে প্রথমে ছিলাম।

৭০ শতাংশ বেমন কম নেওয়ার বাইরেও ক্লাবকে আর্থিক সহায়তা করবেন মেসিরা। যাতে ক্লাবের কর্মীদের বেতন পাওয়া নিশ্চিত হয়।

উল্লেখ্য, করোনাভাইরাসে সংক্রমণে স্পেন জুড়ে ৫৬ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৪ হাজার মারা গেছে। ফলে পুরো স্পেনে সকল ফুটবল খেলে স্থগিত করা হয়।

আগামীনিউজ/মিজান 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে