Dr. Neem on Daraz
Victory Day

দিবালা জানালেন করোনার সঙ্গে লড়াইয়ের অভিজ্ঞতা 


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: মার্চ ২৮, ২০২০, ০৯:৫৩ এএম
দিবালা জানালেন করোনার সঙ্গে লড়াইয়ের অভিজ্ঞতা 

ঢাকা: বান্ধবী ওরিয়ানা সাবাতিনিসহ সপ্তাহ খানেক আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন জুভেন্তাস তারকা পাওলো দিবালা। তবে এখন অনেকটাই ভালোর দিকে আছেন বলে জানালেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।

এদিকে, মরণঘাতী করোনার সঙ্গে তিক্ত লড়াইয়ের অভিজ্ঞতা তুলে ধরেছেন দিবালা। নিজেদের টেলিভিশনকে বর্তমান শারীরিক অবস্থা নিয়ে ২৬ বছর বয়সী ফুটবলার বলেন, ‘আমার মধ্যে রোগটির কঠিন লক্ষণ দেখা দিয়েছিল। তবে আমি এখন অনেকটাই ভালো। আমি এখন লড়া-চড়া করতে পারি, হাঁটতে পারি, অনুশীলন করার চেষ্টা করছি। কয়েক দিন আগেও আমি যখন এসব করার চেষ্টা করতাম তখন আমার শ্বাস নিতে কষ্ট হতো। আমার পেশিগুলো ব্যথা করত।’

উল্লেখ্য, মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসে টালমাটাল গোটা বিশ্ব। স্থগিত খেলাধুলার সব ইভেন্ট। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৬৫ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৬ হাজার।

আগামীনিউজ/মিজান 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে