Dr. Neem on Daraz
Victory Day

টোকিও অলিম্পিক পেছাল এক বছরের জন্য 


আগামী নিউজ | খেলা ডেস্ক প্রকাশিত: মার্চ ২৪, ২০২০, ০৯:২৪ পিএম
টোকিও অলিম্পিক পেছাল এক বছরের জন্য 

বিশ্বব্যাপী করোনাভাইরাসে প্রাদুর্ভাবের কারণে ২০২০ অলিম্পিক এক বছরের জন্য পিছিয়ে দেয়া হয়েছে।

মঙ্গলবার(২৪মার্চ) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।


করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী বিদ্যমান পরিস্থিতিতে ক্রমেই বাড়ছিল টোকিও অলিম্পিক পিছিয়ে দেয়ার চাপ। সিদ্ধান্ত নিতে চার সপ্তাহ সময় নিয়েছিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। তবে প্রবল চাপের মধ্যে এর অনেক আগেই পৌঁছেছে সিদ্ধান্তে।

আগামী ২৪ জুলাই শুরু হওয়ার কথা ছিল বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞের এবারের আসর।

গেমসটি এবারের গ্রীষ্মে হলে কানাডা ও অস্ট্রেলিয়া তাদের অ্যাথলেটদের পাঠাবে না বলে জানিয়ে দেয়। সোমবার একই ঘোষণা আসে ব্রিটিশ অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকেও।

 
তবে গত রোববার অলিম্পিক কমিটি জানায়, চূড়ান্ত সিদ্ধান্ত নিতে তারা চার সপ্তাহ অপেক্ষা করতে চায়। কিন্তু দুদিনেই পাল্টে গেল প্রেক্ষাপট। অন্তত এক বছরের জন্য পিছিয়ে দেয়া হলো অলিম্পিকের এবারের আসর।

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের আঘাতে বিশ্ব ক্রীড়াঙ্গনে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। পিছিয়ে গেছে আগামী জুন-জুলাইয়ে হওয়ার কথা থাকা ফুটবলের কোপা আমেরিকা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপও।

আগামী নিউজ/নাঈম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে