Dr. Neem on Daraz
Victory Day

‘মেসির মতো ফুটবলার ৫০ বা ১০০ বছরে একজনই আসে’


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৯, ২০২০, ১২:৫১ পিএম
‘মেসির মতো ফুটবলার ৫০ বা ১০০ বছরে একজনই আসে’

ছবি: সংগৃহীত

ঢাকা : বার্সেলোনারা এমন কোনো কিছু নেই যেটা লিওনেল মেসি জেতেননি। সবচেয়ে বেশিবার ব্যাল ডি’অর রয়েছে আর্জেন্টাইন মহাতারকার দখলে। মেসি যে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার এ নিয়ে কারো সন্দেহ নেই। তবে তার একক শ্রেষ্ঠত্বের পথে বড় বাঁধা পুর্তগালের মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এই দুজন যেন একে অপরকে ছাপিয়ে যেতে ব্যস্ত। মেসি দুই গোল করলে রোনালদো হ্যাটট্রিক করে বসেন। আবার কখনো রোনালদো এক গোল করলে মেসি দুই গোল করেন।

তাহলে কে সেরা? মেসি না রোনালদো? সঠিক উত্তর নেই। একেক জন বলেন একেকজনের কথা। ফুটবলবোদ্ধারাও দ্বিধাবিভক্ত হয়ে যান। তবে এসবের ধার না ধেরে ডাচ কিংবদন্তি মার্কো ফন বাস্তেন সটান বলে দিলেন, যারা রোনালদোকে সেরা বলেন তারা খেলাই বোঝেন না। তাঁর ভাষায়,‘ ক্রিস্টিয়ানো অসাধারণ খেলোয়াড়। তবে যারা বলে সে মেসির চেয়ে ভালো ফুটবলার তারা ফুটবলের কিছুই বোঝে না। অথবা তারা এটা মেসিকে খাটো করার জন্য বলে।’ মেসির প্রশংসা করতে গিয়ে ফন বাস্তেন এরপর যোগ করেন, ‘মেসি অদ্বিতীয়। মেসির মতো কাউকে পাওয়া অসম্ভব। তার মতো খেলোয়াড় ৫০ বা ১০০ বছরে একজনই আসে। শৈশব থেকেই সে ফুটবল জিনিয়াস।’

ক্যারিয়ারে তিনবার ব্যালন ডি’অর জিতেছেন ফন বাস্তেন। ২৮ বছর বয়সে খেলা না ছাড়লে আরো দু-একবার এই পুরস্কার জিততে পারতেন তিনি। এ নিয়ে ফন বাস্তেনের কিছুটা আক্ষেপও রয়েছে,‘ আমি মূলত ২৮ বছর বয়সেই খেলা ছেড়ে দিয়েছি। এর মধ্যেই তিনটি ব্যালন ডি’অর জিতেছি। রোনালদো আর মেসির দিকে তাকান, দুজনেই ৩০ বছরের ওপরে। আর দেখুন এতগুলো বছর খেলার কারণে ওরা কোথায় আছে।’

আগামীনিউজ/রবিউল/জাকিউল

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে