Dr. Neem on Daraz
Victory Day

নেইমার বার্সেলোনায় ফিরতে মুখিয়ে আছে : মেসি


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২০, ০৪:৪৭ পিএম
নেইমার বার্সেলোনায় ফিরতে মুখিয়ে আছে : মেসি

ছবি সংগৃহীত

ঢাকা : স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা আর নেইমারকে নিয়ে আলোচনা থামছেই না। কাতালান ক্লাব ছেড়ে ফ্রান্সের পিএসজিতে যোগ দেয়ার পর থেকেই গুঞ্জন শুরু হয়েছে আবারো স্পেনে ফিরছেন ব্রাজিলিয়ান সুপার ষ্টার। এবার নতুন করে তাতে যোগ দিলেন বার্সা অধিনায়ক লিওনেল মেসি। 

সম্প্রতি স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর কাছে নেইমারের বার্সেলোনায় ফেরার আলোচনায় যোগ দিয়ে মেসি বলেছেন, ‘আমি এটা বহুবার বলেছি। নেইমার বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন এবং আমি চাই সে ফিরে আসুক।’

২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) যোগ দেন নেইমার। ফরাসি এই ক্লাবে যোগ দেওয়ার পর থেকেই চোট যেন নেইমারের নিত্যসঙ্গী। চলতি মৌসুমেও চোট ছুটছে তার পিছু পিছু। এর মাঝেও নেইমারের পায়ের জাদু থামেনি। পাঁজরের চোটে টানা চার ম্যাচ বাইরে থাকার পর গেল মঙ্গলবার রাতে মাঠে নেমেই গোল পেয়েছেন তিনি। যদিও তার দল পিএসজি হেরে গেছে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে।

বর্তমান ক্লাবে ছন্দে থাকলেও ২৮ বছর বয়সী নেইমার নিজেই বার্সায় ফিরতে চান জানিয়ে মেসি বলেছেন, ‘সে ফিরে আসতে মুখিয়ে আছে। (বার্সা ছাড়ার পর নিজের সিদ্ধান্ত নিয়ে) তাকে সবসময় দুঃখী মনে হয়েছে। ফেরার জন্য সে অনেক কিছু করেছে।’

নেইমারের হুট করে বার্সেলোনা ছেড়ে যাওয়াটা ক্লাবের বড় একটা অংশকে ক্ষুব্ধ করেছিল। মেসির নিজেরও বিষয়টা তখন ভালো লাগেনি। কিন্তু এখন আর কোনো রাগ নেই আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ডের, ‘যেভাবে সে চলে গিয়েছিল, আমাকেও কিছু কিছু সময়ে বিষয়টা বিরক্ত করত, কারণ আমরা তাকে বোঝানোর চেষ্টা করেছিলাম যেন সে না যায়। কিন্তু দিন শেষে আমরা সবাই জিততে চাই এবং সেরাটা চাই। আমরা এবং লোকেরা। আমি আগে যেটা বললাম, সে সেরাদের মধ্যে একজন এবং আমাদের জন্য মাঠে সে অনেক অবদান রেখেছিল।’

আগামীনিউজ/জাকিউল

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে