Dr. Neem on Daraz
Victory Day

বিএনপির কারণেই জাতীয় নির্বাচনে আন্দোলন হয়নি : মান্না


আগামী নিউজ | মাহামুদা ডলি প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২০, ০৬:৪৮ পিএম
বিএনপির কারণেই জাতীয় নির্বাচনে আন্দোলন হয়নি : মান্না

ঢাকা : চলমান রাজনীতির বিভিন্ন ইস্যুতে বারবার আল্টিমেটাম দিয়েও কোনো আন্দোলনে নামতে পারেনি প্রধান সরকারবিরোধী শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি ও ঐক্যফ্রন্ট। এই বিষয়ে আগামীনিউজ ডটকমের সঙ্গে কথা বলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক ও জাতীয় ঐক্যফন্টের শীর্ষ নেতা মাহামুদুর রহমান মান্না। 

সরকারবিরোধী আন্দোলনের বিষয়ে বিএনপিকে দায়ি করে মান্না বলেন, ‘বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চায়নি বলেই ঐক্যফ্রন্ট আন্দোলন করতে পারেনি। বিএনপি এখনো আন্দোলন চায় না। ঐক্যফ্রন্ট আন্দোলনে যেতে চায় কিন্তু বিএনপি ছাড়া আন্দোলনের সফলতা আশা করা যায় না। একক ঐক্যফন্টের সেই সঙ্গতিও নেই, শক্তিও নেই।’
বর্তমান সিটি নির্বাচনে প্রচারণার সময় হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন ঐক্যফ্রন্টের এই শীর্ষ নেতা। তিনি বলেন, ‘এই নির্বাচনে প্রার্থীদের ওপর বার বার যেভাবে হামলার ঘটনা ঘটছে তাতে জবাব দেয়ার সুযোগ রয়েছে। আমি তো আগেই বলেছি, বিএনপি আসলে আন্দোলন চায় না। তারা চাইলে এখনো ক্ষেত্র প্রস্তুত করতে পারে। কিন্তু তা করছেন না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব নিজেই তো ঘোষণা করেছেন যে, বিএনপি বিপ্লবী রাজনৈতিক দল নয় যে তারা জনগণকে সংগঠিত করবে।’

তিনি বলেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই, খালেদা জিয়াকে মুক্ত করতে হলে লড়াই করতে হবে। তার কোনো বিকল্প নেই। আমরা লড়াই কী করতে পেরেছি? সেই লড়াই কী খালেদা জিয়ার মুক্তির লড়াই, বাংলাদেশের মুক্তির লড়াই? হাজারো নেতাকর্মী যারা জেলে আছেন তাদের মুক্তির লড়াই? আমরা জানি যারা এখন ক্ষমতায় আছেন তারা নিষ্ঠুর ও হৃদয়হীন। আমরা শীর্ষ নেতারা কেন মনে করলাম সামরিক বাহিনী মাঠে নামলে সব ঠিক হয়ে যাবে। সমগ্র জনগোষ্ঠীকে ভোটের জন্য তৈরি করতে বলা হয়েছে কিন্তু প্রতিরোধ করার জন্য বলা হয়নি।’

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘যদি শুধু আওয়ামী লীগ আর পুলিশ নির্বাচনে নামতো, বিজিবি চুপচাপ থাকতো এবং সেনাবাহিনী না থাকতো। তাহলে আন্দোলনের আরেকটা ঢেউ তৈরি হতো। আর এই ঢেউ সারা দেশে ছড়িয়ে পড়তো। আমরা সরকারের কাছে করুণা ভিক্ষা করি না, কোনো সদ্ব্যবহার প্রত্যাশা করি না। আমরা মনে করি, যা পাবো তা আদায় করে নিতে হবে। আন্দোলন করতেই হবে।’
উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারান্তরীনের পর থেকে তাকে মুক্ত করতে এখনো পর্যন্ত কোন আন্দোলন গড়ে তুলতে পারেনি বিএনপি। এমনকি জাতীয় নির্বাচনের সময়ও বিএনপির পক্ষ থেকে ‘খালেদা জিয়া ছাড়া বিএনপি নির্বাচনে অংশগ্রহন করবে না’ এবং মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়ার কথা বার বার বলা হলেও শেষ পর্যন্ত কোন আন্দোলন বা খালেদা জিয়াকে মুক্ত না করেই নির্বাচনে অংশগ্রহন করে দলটি।
এ সময়ে দেশের শীর্ষ কয়েকজন রাজনৈতিক নেতার সমন্বয়ে গঠিত ঐক্যফ্রন্টে যোগ দিলে বিএনপির তৃনমুল নেতাকর্মী থেকে শুরু করে সাধারন মানুষও আশার আলো দেখতে পায়। কিন্তু ঐক্যফ্রন্ট ব্যর্থ হলে সাধারন মানুষ এবং বিএনপির তৃনমুল নেতাকর্মীদের অভিযোগের আঙ্গুল ওঠে ঐক্যফ্রন্টের প্রতি।  
আগামীনিউজ/এমডি/এস/আরআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে