Dr. Neem on Daraz
Victory Day

দুর্লভ পরিযায়ী পাখি ও রিজার্ভ ফরেস্ট 


আগামী নিউজ প্রকাশিত: জুন ২৮, ২০২০, ০৯:৪১ পিএম
দুর্লভ পরিযায়ী পাখি ও রিজার্ভ ফরেস্ট 

ঢাকা : পাখি বিজ্ঞানীরা এসব পাখির নাম দিয়েছেন ‘মাইগ্রেটরি বার্ড’ অর্থাৎ পরিযায়ী পাখি। দুর্লভ পরিযায়ী পাখি জন্য বিখ্যাত পেঞ্চ টাইগার রিজার্ভ ফরেস্ট। যা ভারতের মধ্যপ্রদেশে অবস্থিত। ১৯৫৩ সাল থেকে এদের সংরক্ষণ শুরু করে ভারত।

এই পাখিগুলোর বিশেষ পেখম পর্যটকদের আকর্ষিত করে। দুর্লভ এই পাখি দেখতে দেশ-বিদেশ থেকে পর্যটকরা ভিড় করেন এই রিজার্ভ ফরেস্টে।

এই পাখি মার্কিন মুলুকের ন্যাশনাল উড়ান সংস্থার প্রতীক। ১৯৫৩ থেকে ভারতরে শোভা বাড়িয়েছে এই পরিযায়ী পাখি। পেঞ্চ টাইগার রিজার্ভের এই পাখির আশপাশের গ্রাম প্রজনন করে। কারণ এদের পেখম বেশ দুর্মূল্য।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের পর মধ্যপ্রদেশ এই পাখিদের বাস্তুতন্ত্রের সঙ্গে খাপ খায়। তাই প্রতিবছর দলে দলে এই পাখি এই রিজার্ভ ফরেস্ট আসে ও বাসা বাঁধে। এদের দেখতে ভিড় বাড়ে পক্ষী-প্রেমী ও পর্যটকদের। সূত্র : ইন্টারনেট
আগামীনিউজ/এসপি
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে