Dr. Neem on Daraz
Victory Day

করোনা মোকাবিলায় জনগণের পাশে থাকবে আওয়ামী লীগ


আগামী নিউজ | মো.ইয়াকুব আলী প্রকাশিত: এপ্রিল ৫, ২০২০, ০১:২০ পিএম
করোনা মোকাবিলায় জনগণের পাশে থাকবে আওয়ামী লীগ

ঢাকা : করোনাভাইরাসে বিশ্বের মতো বাংলাদেশও মানবিক বিপর্যয়ের মুখে। কিন্তু এ বিপর্যয় কাটাতে সর্বাধিক প্রস্তুতিতে রয়েছে সরকার। দেশে বিস্তার ঘটাতে না পারে সেজন্য সরকারের নেওয়া পদক্ষেপের পাশাপাশি দলীয়ভাবে বিভিন্ন উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ। এসব কর্মসূচির মধ্যে রয়েছে প্রচারপত্র বিলি, বিনামূল্যে মাস্ক দেওয়া, লিফলেট বিতরণ ও ত্রাণ বিতরণ করা ইত্যাদি।

এছাড়া সাংগঠনিক তৎপরতাকে একপাশে রেখে মূল দলের নির্দেশে সহযোগী সংগঠনগুলোও করোনাভাইরাস বিষয়ে গুরুত্ব দিয়ে সরকারকে সহযোগিতা করতে জনসচেতনতা তৈরিতে নেমেছে। তারই ধারাবাহিকতায় করোনাভাইরাস প্রতিরোধে আওয়ামী লীগের সচেতনতামূলক ও সামাজিক কর্মসূচি সারাদেশে চলমান রয়েছে। বিজ্ঞানসম্মত স্বাস্থ্যবিধি মেনেই আওয়ামী লীগের নেতাকর্মীরা সারাদেশে সাধারণ মানুষের মধ্যে করোনাভাইরাস প্রতিরোধ সামগ্রী বিতরণ ও কর্মহীন খেটে খাওয়া অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।

যতদিন এ সংকট থাকবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ততদিন জনগণের পাশে থাকবে এবং সরকারের গৃহীত কার্যক্রম সারাদেশে অব্যাহত থাকবে।

গত ২৫ মার্চ থেকে করোনায় প্রাণহানি রুখতে বিশ্বের অন্যান্য দেশের মতো লকডাউন রয়েছে বাংলাদেশ। এতে বন্ধ রয়েছে দোকান পাট। স্থবির হয়ে পড়েছে ব্যবসা বাণিজ্য, জনজীবন। এমন পরিস্থিতে বিপাকে পড়া দিনমজুর ও দুস্থদের মাঝে খাবার বিতরনসহ করোনা প্রতিরোধে দেশজুড়ে নানা কর্মসূচি অব্যাহত রেখেছি বাংলাদেশ আওয়ামী লীগ।

এদিকে করোনাভাইরাস মোকাবিলায় ইতোমধ্যেই ২৫০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এরপরেও আজ (০৫ এপ্রিল) রোববার এক সংবাদ সম্মেলনে করোনাভাইরাসের কারণে মানুষের আর্থ সামাজিক অবস্থা যেন থেমে না যায় সে লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপে পাশাপাশি ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

আওয়ামীলীগের যত কর্মসূচি: গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে দলটির সাধারন সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আওয়ামী লীগ এদেশের জনগণের সুখে-দুঃখে আবেগকে ধারণ করেই রাজনীতি করে। বৈশ্বিক এ সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিকভাবে সব পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে যাচ্ছেন। গ্রহণ করছেন স্বল্পমেয়াদী- দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও কর্মসূচি। যতদিন এ সংকট থাকবে শেখ হাসিনার সরকার ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ততদিন জনগণের পাশে থাকবে। এবং সরকারের গৃহীত কার্যক্রম সারাদেশে অব্যাহত থাকবে। আওয়ামী লীগের পক্ষ থেকে সমাজের ধনী ও বিত্তবানদের আহ্বান জানাই মানবিক বিপর্যয়ের এদিনে আপনারা যার যার অবস্থান থেকে জনগণের পাশে দাঁড়ান। সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার আহ্বানও জানান এই নেতা।’  

এদিকে যুগ্ম সাধারন সম্পাদক বাহাউদ্দিন নাসিম আগামীনিউজ ডটকমকে জানান ‘দেশের এ সংকটময় মূহুর্তে  জনগনের পাশে থাকবে আওয়ামী লীগ। এরই অংশ হিসেবে জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে দরিদ্র, দিনমজুর, কৃষক ও দুস্তদের খবার বিতরন কর্মসূচি অব্যাহত রেখেছি আমরা। যা আগামী দিনগুলিতেও চলবে। এছাড়াও করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখাতে কাজ করছেন তূনমূল পর্যায়ের নেতারা। তিনি বলেন, স্বাস্থবিধি মেনে চলতে সবাইকে সচেতন করা, মাস্ক ও হ্যান্ড সেনেটাইজার বিতরণসহ ইত্যাদি কর্মসূচিও জেলে ও উপজেলা পর্যায়ে অব্যাহত থাকবে।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক বলেন, ‘করোনায় সামাজিক দূরত্বের কথা বিবেচনা করে আমরা যেখানে, সেখানে ত্রান বিতরন করছি না। তৃণমূল নেতারা স্থানীয়ভাবে খোঁজ নিয়ে গরিব দুস্থদের কছে ত্রান সামগ্রী পৌঁছে দিচ্ছে। এছাড়া কেন্দ্রীয় নেতারাও বিভিন্ন জেলায় গিয়ে করোনা প্রতিরোধে নানা কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। এবং সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নিচ্ছেন।’

এসময় করোনা প্রতিরোধে বিওবানদের আহ্বান জানিয়ে তিনি বলে, করোনা প্রতিরোধে সকলকে সহযোগিতা করতে হবে।মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াতে হবে। সারা বিশ্বময় যে মানব বিপর্যয় সৃষ্টি হয়েছে তা মোকাবিলায় যার যা কিছু আছে তা নিয়েই মানুষের পাশে দাঁড়াতে হবে।  

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী আগামীনিউজ ডটকমকে জানান, ‘করোনা প্রতিরোধে সারাদেশে আওয়ামী লীগ ব্যাপক কর্মসূচি পালন করছে। যতোদিন পর্যন্ত এ সংকট চলবে ততোদিনে আওয়ামী লীগের কর্মসূচি অব্যাহত থাকবে। তিনি বলেন, আমাদের  প্রত্যন্ত অঞ্চলের নেতাকর্মীরা জনগণের পাশে আছেন। আমারা দুস্থদের মধ্যে ব্যাপকহারে ত্রাণ বিতরন করছি। এছাড়াও ত্রাণ ও সমাজকল্যাণের কর্মীরা জেলায় জেলায় করোনা প্রতিরোধক সামগ্রী পৌঁছে দিচ্ছেন।’

হৃদরোগ ইন্সটিটিউট, ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল কর্নারসহ বিভিন্ন জায়গায় আমরা পিপিই বিতরণ করেছি। এসময় তিনি জনগনকে প্রধানমন্ত্রীর ৩১ দফা কর্মসূচি মেনে চলার আহ্বান জানান।

আগামীনিউজ/ইয়াকুব/ডলি/মিজান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে